উজিরপুরে বিদ্যুতের তার ছিড়ে এক নারীর মৃত্যু

প্রকাশ: ১১ জুন ২০ । ১৭:২৭ | আপডেট: ১১ জুন ২০ । ২২:১৬

বরিশাল ব্যুরো

বরিশালের উজিরপুর উপজেলায় বিদ্যুতের তার ছিড়ে দুর্ঘটনায় এক নারীর মৃত্যু হয়েছে। বুধবার রাতে উপজেলার গুঠিয়া ইউনিয়নের বান্না গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

মৃত জাকিয়া বেগম (৫৫) ওই গ্রামের বাসিন্দা ও অবসর প্রাপ্ত পুলিশ সদস্য রুহুল মিয়ার স্ত্রী।

স্থানীয়রা জানান, বুধবার শেষ বিকেলে ঘর থেকে বের হন জাকিয়া বেগম। ঘরে তাকে না দেখতে পেয়ে কিছুক্ষন পরে খুজতে নামেন তার স্বামী। পরে রাতে দেখতে পান বাড়ির পাশের বিদ্যুতের ছিড়েপড়া তার ধরা অবস্থায় পরে রয়েছেন ওই নারী। স্থানীয় বাসিন্দা রফিকুল ইসলাম জানান, ছিড়ে থাকা বিদ্যুতের তারে হাত লেগে ওই নারী বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন বলে ধারণা করা হচ্ছে।

পার্শবর্তী বানারীপাড়া পল্লী বিদ্যুতের এজিএম মতিউর রহমান জানান, গ্রামের ভিতরে গাছের ডাল পালার কারণে বিদ্যুতের তার ছিড়ে দূর্ঘটনায় একজন বৃদ্ধার মৃত্যু হয়েছে বলে জেনেছেন। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ জিয়াউল আহসান ঘটনার সত্যতা স্বীকার করেন।

© সমকাল ২০০৫ - ২০২৩

সম্পাদক : আলমগীর হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ

টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com