চিকিৎসা না পেয়ে রাস্তায় বাবার মৃত্যু দেখলো ছেলে

প্রকাশ: ১১ জুন ২০ । ২২:০৫ | আপডেট: ১১ জুন ২০ । ২২:১৫

চট্টগ্রাম ব্যুরো

বুকের ব্যথায় অসুস্থ বাবাকে নিয়ে হাসপাতালে হাসপাতালে ঘুরলেও মেলেনি চিকিৎসা। করোনা ভেবে কোন হাসপাতালেই ভর্তি নেয়নি। অবশেষে রাস্তায় মৃত্যুর কোলে ঢলে পড়লেন দক্ষিণ নালাপাড়ার বাসিন্দা ৬২ বছর বয়সী প্রীতি বিকাশ দত্ত।

বুধবার রাত সাড়ে আটটায় হঠাৎ তার বুকে ব্যাথা উঠলে ছেলে অভিজিৎ দত্ত বাবাকে নিয়ে হাসপাতালের উদ্দেশ্যে বের হন। মানবাধিকার কমিশনের ফ্রি অ্যাম্বুলেন্স সার্ভিসের ব্যবস্থা করেন অভিজিতের বন্ধু অজয়।

অ্যাম্বুলেন্সে করে নগরীর ম্যাক্স, ন্যাশনাল হাসপাতাল, মা মনিতে নিয়ে গেলেও মিলেনি চিকিৎসা। পরে বাধ্য হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। কিন্তু জরুরি বিভাগে নিয়ে যেতেই মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি।

অভিজিতের বন্ধু বিজয় বলেন, অভিজিত ফোন করার পর তার  অসুস্থ বাবার জন্য একটি অ্যাম্বুলেন্স ব্যবস্থা করে দিই। তারা অ্যাম্বুলেন্স নিয়ে তিনটি হাসপাতালে ঘুরেছেন। কোনো হাসপাতালে তার বাবাকে ভর্তি করানো হয়নি। পরে চমেক হাসপাতালের নিয়ে যাওয়া হয়।

তিনি জানান, করোনার অজুহাতে  চিকিৎসা দেয়নি হাসপাতালগুলো। কিন্তু ইম্পেরিয়াল হাসপাতালে করোনা পরীক্ষায় ফলাফল নেগেটিভ এসেছে। হাসপাতালগুলোর এমন অপারগতা প্রশ্নবিদ্ধ করেছে চট্টগ্রামের স্বাস্থ্যসেবাকে। মেডিকেল সিন্ডিকেটের বিচার চাই।

নগরীতে অর্থের বিনিময়ে চিকিৎসা সেবা দিতে মরিয়া হাসপাতালগুলো মুখ ফিরিয়ে নিয়েছে রোগীদের কাছ থেকে। হাতে পায়ে ধরেও মিলছে না চিকিৎসা।এমতাবস্থায় চট্টগ্রামের চিকিৎসা সেবা নিয়ে আবারও প্রশ্ন উঠেছে। হাসপাতালের সিট, আইসিইউ খালি থাকলেও বলছে নেই।

এর আগে বুধবার চিকিৎসা না পেয়ে ১৮ ঘন্টা হাসপাতালে হাসপাতালে ঘুরে পেটের সন্তানসহ মারা যান এক মা।

© সমকাল ২০০৫ - ২০২৩

সম্পাদক : আলমগীর হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ

টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com