নারায়ণগঞ্জের আলীরটেক ইউনিয়নকে করোনামুক্ত ঘোষণা

প্রকাশ: ১১ জুন ২০ । ২৩:২০

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জ জেলার সদর উপজেলার আলীরটেক ইউনিয়নকে করোনামুক্ত চিহ্নিত করে একে গ্রিন জোন (নিরাপদ) হিসেবে ঘোষণা করেছে জেলা স্বাস্থ্য বিভাগ।

নারায়ণগঞ্জ জেলা করোনা প্রতিরোধ কমিটির ফোকাল পারসন ডা. জাহিদুল ইসলাম বলেন, আলীরটেক ইউনিয়নে এখনো কোনো কোভিড-১৯ পজিটিভ রোগী নেই। তাই এই ইউনিয়নটিকে গ্রিন জোন হিসেবে চিহ্নিত করা হয়েছে।

আলীরটেক ইউনিয়নের ওয়েবসাইট থেকে জানা গেছে, নারায়ণগঞ্জ সদর উপজেলার সদর মডেল থানার অন্তর্গত এই ইউনিয়নের মোট জনসংখ্যা ২৩ হাজার ৪৩৪ জন।

নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাহিদা বারিক বলেন, নারায়ণগঞ্জ করোনার হটস্পট। তারপরেও জেলার সদর উপজেলার একটি ইউনিয়ন করোনামুক্ত। এটি অনেক বড় একটি খবর। তবে এই ইউনিয়ন এলাকায় সামাজিক দূরত্ব বজায় রাখা, জনসমাগম না করা, অপ্রয়োজনে ঘর থেকে বের না হওয়ার মত নিয়ম মেনে চলতে হবে মানুষকে। তাহলেই এই ইউনিয়ন যেমন করোনামুক্ত রয়েছে, তেমনি করোনামুক্ত থাকবে।

এদিকে গত ২৪ ঘণ্টায় নারায়ণগঞ্জে নতুন ৬৭ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। জেলায় মোট করোনার রোগীর সংখ্যা ৩ হাজার ৮৩৮ জন। গত ২৪ ঘণ্টায় নতুন কোন মৃত্যু নেই। এ পর্যন্ত জেলায় করোনায় আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ৯৩ জন। গত ২৪ ঘণ্টায় জেলায় সর্বোচ্চ ২৩২ জন সুস্থ হয়েছেন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১ হাজার ৩১২ জন।

© সমকাল ২০০৫ - ২০২৩

সম্পাদক : আলমগীর হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ

টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com