
নড়াইলে বিদ্যুতায়িত হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু
প্রকাশ: ১৩ জুন ২০ । ১৪:৪২
নড়াইল প্রতিনিধি
-samakal-5ee4917dd0a30.jpg)
নড়াইলে বিদ্যুতায়িত হয়ে স্বামী-স্ত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার সদরের ভদ্রবিলা ইউনিয়নের ছাগলছিড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
ছাগলছিড়া গ্রামের শেখ আহাদুজ্জামান জানান, কৃষক মুসা শিকদার (৫০) শনিবার সকাল ৬টায় ঘর থেকে রাইস মিলে ধান ছাঁটাইয়ের জন্য মাথায় নেওয়ার সময় বারান্দায় রাখা কাপড় ও তারের সঙ্গে জড়িয়ে তিনি বিদ্যুতায়িত হন। এ সময় স্বামীকে বাঁচাতে গিয়ে স্ত্রী রাবেয়া বেগমও (৪২) বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে ঘটনাস্থলেই দু’জন মৃত্যুবরণ করেন।
ভদ্রবিলা ইউনিয়নের ৬নং ওয়ার্ড মেম্বর সজীব আহম্মেদ জানান, মুসা শিকদারের বাড়িতে বিদ্যুৎসংযোগ থেকে টিনের ঘরটি বিদ্যুতায়িত হয়। কাপড় ও তারটি ঘরের টিনের সঙ্গে যুক্ত থাকায় এ ঘটনা ঘটেছে।
© সমকাল ২০০৫ - ২০২৩
সম্পাদক : মোজাম্মেল হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ
টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com