
কুমিল্লায় করোনায় আরও একজনের মৃত্যু, নতুন আক্রান্ত ১৩২
প্রকাশ: ১৩ জুন ২০ । ২০:৪৯
নিজস্ব প্রতিবেদক, কুমিল্লা

কুমিল্লায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। এনিয়ে মৃত্যুর সংখ্যা অর্ধশত পূরণ হয়েছে।
এছাড়া নগরীতে ৪২ জনসহ কুমিল্লায় নতুন করে আরও ১৩২ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে কুমিল্লা জেলায় মোট আক্রান্ত হয়েছেন এক হাজার ৮৪৬জন।
কুমিল্লা জেলার সিভিল সার্জন ডা. মো. নিয়াতুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, শনিবার কুমিল্লা নগরীতে ৪২ জন, চৌদ্দগ্রামে আটজন, লাকসামে ২২ জন, বুড়িচংয়ে চারজন, আদর্শ সদরে ছয়জন, চান্দিনায় একজন, বরুড়ায় নয়জন, দেবিদ্বারে ১৬ জন, তিতাসে দুইজন, দাউদকান্দিতে আটজন, মেঘনায় একজন ,হোমনা ছয়জন ও ব্রাহ্মণপাড়ায় সাতজন করোনায় আক্রান্ত হয়েছেন।
তিনি আরও জানান, শনিবার করোনায় মৃত্যুবরণ করা ব্যক্তির বাড়ি কুমিল্লা দেবিদ্বারে। তিনিসহ জেলায় এপর্যন্ত ৫০জন ব্যক্তি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন। শনিবার আরও ২৬ জন সুস্থ হয়েছেন। এপর্যন্ত করেনাভাইরাসে আক্রান্ত হয়ে ৩২৪ জন সুস্থ হয়েছেন। নতুন সুস্থ ব্যক্তিদের মধ্যে চৌদ্দগ্রামে ১৮ জন, দেবিদ্বারে পাঁচজন ও মনোহরগঞ্জে তিনজন।
কুমিল্লা জেলা সিভিল সার্জন অফিস সূূত্র জানায়, শনিবার পর্যন্ত কুমিল্লায় মোট ১৩ হাজার ৭৩০ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে রিপোর্ট এসেছে ১২ হাজার ৭৪ জনের।
© সমকাল ২০০৫ - ২০২৩
সম্পাদক : মোজাম্মেল হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ
টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com