নারায়ণগঞ্জে করোনায় আক্রান্ত ৪ হাজার ছাড়াল

প্রকাশ: ১৩ জুন ২০ । ২২:৫৩

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন আরও ৯৬ জন। এ নিয়ে জেলায় আক্রান্ত হলেন মোট ৪ হাজার ৪ জন। করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এই পর্যন্ত মারা গেছেন ৯৪ জন। গত ২৪ ঘণ্টায় নারায়ণগঞ্জে নতুন কোনো মৃত্যু নেই। শনিবার জেলা স্বাস্থ্য বিভাগ এই তথ্য জানায়।

জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, সিটি করপোরেশন এলাকায় মারা গেছেন ৫৪ জন ও আক্রান্ত হয়েছেন এক হাজার ৪৩৭ জন। অন্যদিকে সদর উপজেলায় মারা গেছেন ২০ জন ও আক্রান্ত এক হাজার ৪৫ জন। বন্দর উপজেলার ৫টি ইউনিয়নে আক্রান্তের সংখ্যা ১২২ ও মারা গেছেন ৩ জন। এছাড়া আড়াইহাজারে আক্রান্ত ৩৫৭ ও মারা গেছেন ৩ জন, সোনারগাঁয়ে আক্রান্ত ৩৪৩ ও মারা গেছেন ১২ জন এবং রূপগঞ্জে মারা গেছেন ২ জন ও ৭০০ জন আক্রান্ত।

জেলায় এই পর্যন্ত সুস্থ হয়ে বাসায় ফিরেছেন এক হাজার ৩১২ জন। তারমধ্যে সিটি কর্পোরেশন এলাকার ৬০০ জন, সদর উপজেলার ৩৬৫ জন, রূপগঞ্জের ১৯২ জন ও আড়াইহাজারের ১০২ জন, বন্দরের ২১ ও সোনারগাঁয়ের ৩২ জন।

এদিকে নারায়ণগঞ্জে জেলা প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সঙ্গে যুক্ত ১৭ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তার মধ্যে ৫ জন সুস্থ হলেও বাকীরা নিজ নিজ বাসায় আইসোলেশনে রয়েছেন। নারায়ণগঞ্জের সহকারী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মজিব আলম এ তথ্য জানান।

© সমকাল ২০০৫ - ২০২৩

সম্পাদক : মোজাম্মেল হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ

টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com