
নওগাঁয় পিসিআর ল্যাব ও আইসিইউ স্থাপনের দাবি
প্রকাশ: ২১ জুন ২০ । ১৬:৩৮
নওগাঁ প্রতিনিধি

মানববন্ধনে অংশগ্রহণকারীদের একাংশ -সমকাল
নওগাঁয় করোনাভাইরাসের নমুনা পরীক্ষার জন্য পিসিআর ল্যাব ও আইসিইউ স্থাপনের দাবিতে সামাজিক দুরুত্ব বজায় রেখে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। শহরের মুক্তির মোড় কেন্দ্রীয় শহীদ মিনারের সামনের সড়কে শনিবার দুপুরে সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন একুশে পরিষদ নওগাঁর উদ্যোগে ঘণ্টাব্যাপী এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
এ সময় বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি অ্যাডভোকেট ডিএম আব্দুল বারী, সাধারণ সম্পাদক এমএম রাসেল, সংগঠনের সদস্য নাইচ পারভীন ও সুষমা সাথী চৌধূরী, সাংগঠনিক সম্পাদক বিষ্ণু কুমার দেবনাথ, বাসদ নেতা জয়নাল আবেদিন মুকুল, নাইস পারভীন প্রমুখ।
বক্তারা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা নওগাঁর ২৮ লাখ জনসংখ্যার কথা বিবেচনা করে তাদের সুচিকিৎসা নিশ্চিত করার জন্য নওগাঁ মেডিকেল কলেজ ও হাসপাতাল দিয়েছেন। করোনাভাইরাসের প্রার্দুভাবে করোনার নমুনা পরীক্ষার জন্য নওগাঁয় পিসিআর ল্যাব ও আইসিইউ না থাকায় এখানকার নমুনাগুলো ঢাকা,রাজশাহী ল্যাবে পাঠাতে হচ্ছে। এতে করে এসব নমুনার রিপোর্ট আসতে সময় লাগছে ৭ থেকে ১০ দিন। ফলে এখানকার সাধারণ মানুষকে চরম সমস্যায় পড়তে হচ্ছে। তাই জনগণের সুচিকিৎসা নিশ্চিত করার জন্য অনতিবিলম্বে নওগাঁ মেডিকেল কলেজ হাসপাতালে পিসিআর ল্যাব ও আইসিইউ স্থাপনের দাবি জানান তারা।
এর আগে একই দাবিতে এই সংগঠনের পক্ষ থেকে জেলা প্রশাসক ও জেলা সিভিল সার্জনের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে।
উল্লেখ্য, স্বাস্থ্য অধিদপ্তর রাজশাহী বিভাগের তিনটি জেলাকে রেড জোন হিসাবে চিহিৃত করেছে। তার মধ্যে নওগাঁ একটি। বর্তমানে এই জেলায় ২৩৯ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এই সংখ্যা ক্রমেই বাড়ছে।
© সমকাল ২০০৫ - ২০২৩
সম্পাদক : আলমগীর হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ
টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com