
বগুড়ায় করোনায় দুইজনের মৃত্যু, উপসর্গে আরেকজনের
প্রকাশ: ২১ জুন ২০ । ১৬:৫০ | আপডেট: ২১ জুন ২০ । ১৭:২৪
বগুড়া ব্যুরো

বগুড়ায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দুইজনের ও উপসর্গ নিয়ে আরেকজনের মৃত্যু হয়েছে।
রোববার দুপুরে তাদের মৃত্যু হয়।
এদের মধ্যে গোবিন্দ চন্দ্র (৭৫) নামে এক বৃদ্ধ বেসরকারি টিএমএসএস মেডিকেল কলেজ হাপাতালে মারা গেছেন। তার বাড়ি সিরাজগঞ্জের উল্লাপাড়া এলাকায়। টিএমএসএস হাসপাতাল সূত্রে জানা যায়, গোবিন্দ চন্দ্র করোনায় পজিটিভ ছিলেন। শনিবার তিনি ভর্তি হয়েছিলেন।
জাহানারা বেগম (৮০) নামে এক বৃদ্ধা করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। মোহাম্মদ আলী হাসপাতালে বিকেল ৩টায় তার মৃত্যু হয়। তর বাড়ি জলেশ্বরীতলা এলাকায়।
এছাড়া মোহাম্মদ আলী হাসপাতালে করোনার উপসর্গ নিয়ে ভর্তি হওয়া পরশ (৩৫) নামে একজন মারা গেছেন। পরশ পেশায় একজন ট্রাকশ্রমিক। তার বাড়ি জেলার দুঁপচাচিয়া এলাকায়।
মোহাম্মদ আলী হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. খায়রুল বাশার মামুন জানান,পরশ শ্বাসকষ্টে ভুগছিলেন। এছাড়া তিনি আরও কয়েকটি করোনার উপসর্গ নিয়ে শনিবার ভোরে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। রোববার দুপুরে তিনি আইসিইউতে মারা যান। তার করোনার নমুনা সংগ্রহ করা হয়েছে।
এর আগে সকাল সাড়ে ৮টায় শফিউল আলম নামে এক শিক্ষক করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মোহাম্মদ আলী হাসপাতালে মারা যান। সকাল ৮টায় টিএমএসএস হাসপাতালে করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মোহাম্মদ সালাউদ্দিন নামে এলজিইডির এক নির্বাহী প্রকৌশলী।
এ নিয়ে জেলায় রোববার করোনায় চারজন ও উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হলো।
© সমকাল ২০০৫ - ২০২৩
সম্পাদক : আলমগীর হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ
টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com