এবার রিয়া চক্রবর্তীর বিরুদ্ধে মামলা

প্রকাশ: ২১ জুন ২০ । ১৭:১৩ | আপডেট: ২১ জুন ২০ । ১৯:০৯

বিনোদন ডেস্ক

ফাইল ছবি

গত সপ্তাহে বলিউড তারকা সুশান্তের মৃত্যুর ঘটনায় করণ জোহর, একতা কাপুর, সালমান খান, সঞ্জয়লীলা বানশালীসহ বেশ কয়েকজনের বিরুদ্ধে মামলা হয়। এবার মামলা হলো রিয়া চক্রবর্তীর বিরুদ্ধে।

জি-নিউজের প্রতিবেদন বলছে, বিহারের পাটাহি এলাকার এক বাসিন্দা রিয়ার বিরুদ্ধে এই মামলা করেছেন। আগামী ২৪ জুন এই মামলার শুনানির দিন ধার্য করা হয়েছে।

এই নিয়ে বিহারের মুজাফরপুরের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে দ্বিতীয় পিটিশন দায়ের হল।

রিয়ার বিরুদ্ধে সুধীর কুমার ওঝা সুশান্তকে আর্থিক ও মানসিকভাবে শোষণের অভিযোগ এনেছিলেন। রিয়ার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩০৬ (আত্মহত্যায় প্ররোচনা) ও ৪২০ (প্রতারণা) ধারায় মামলা দায়ের হয়।

এদিকে সুশান্তের মৃত্যুর পর মুম্বাই পুলিশ রিয়া চক্রবর্তীকে প্রায় ১১ ঘণ্টা জেরা করে বলে জানা যায়। জেরায় রিয়া পুলিশকে সুশান্তের সঙ্গে তার ঝগড়ার কথা স্বীকার করেছেন বলেও জানা যায়। আরেটি সূত্র বলছে, সুশান্তের পরিবারও রিয়াকে তেমন একটা পছন্দ করছিল না। সুশান্তের শেষকৃত্যে যাতে রিয়া না থাকেন, সেকথাও স্পষ্ট করে দিয়েছিলেন তারা।

© সমকাল ২০০৫ - ২০২৩

সম্পাদক : আলমগীর হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ

টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com