আড়াইহাজারে করোনায় আক্রান্ত হয়ে বৃদ্ধের মৃত্যু

প্রকাশ: ২১ জুন ২০ । ২০:০১ | আপডেট: ২১ জুন ২০ । ২১:২৩

আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

মনিরউদ্দিন মানিক

নারায়ণগঞ্জের আড়াইহাজারে করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মনিরউদ্দিন মানিক (৭৪) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আড়াইহাজারে চারজনের মৃত্যু হলো। 

রোববার দুপুরে রাজধানী ঢাকার একটি হাসপাতালের চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। 

তিনি সাতগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অদুদু মাহমুদের বাবা ও পুরিন্দা গ্রামের বাসিন্দা। 

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সায়মা আফরোজ ইভা মনিরউদ্দিন মানিকের মৃত্যুর বিষয়টি সমকালকে নিশ্চিত করেছেন। 

ডা. সায়মা আফরোজ ইভা জানান, গত ৮ জুন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে মনিরউদ্দিন মানিক ও তার ছেলে কামরুল হাসানের নমুনা সংগ্রহ করা হয়। পরদিন উভয়ের রিপোর্ট পজিটিভ আসার পর বাড়িতে আইসোলেশনে রেখে চিকিৎসা দেওয়া হয়। বাড়িতে মনিরউদ্দিন মানিকের অবস্থা অবনতি হলে কাঁচপুরের সাজেদা ফাউন্ডেশন হাসপাতালে পাঠানো হয়।  সেখানে অবস্থার অবনতি হলে ঢাকার ইমপাল্স হাসপাতালের আইসিইউতে রাখা হয়।  সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার দুপুরে তিনি মারা যান।  

ডা. সায়মা আফরোজ ইভা জানান, উপজেলায় এ পর্যন্ত ২ হাজার ৮০ জনের নমুনা পরীক্ষা করে ৪৫০ জনের পজিটিভ পাওয়া গেছে। এর মধ্যে ৩১৫ জন সুস্থ হয়েছেন এবং ৪ জন মারা গেছেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আইসোলেশনে আছেন ১৬ জন ও  বাড়িতে আইসোলেশনে আছেন ১১৬ জন। সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে গোপালদী পৌরসভা এলাকায়। 

তিনি আরও জানান, স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃক প্রকাশিত আড়াইহাজার উপজেলার বিভিন্ন এলাকাভিত্তিক রেড জোন, ইয়োলো জোন এবং সবুজ জোন সম্পর্কিত যে তালিকাটি প্রকাশ করা হয়েছিল তা বাতিল ঘোষণা করা হয়েছে। কারণ ওই তালিকার রেড জোনের অনেকেই সুস্থ হয়ে গেছেন এবং নতুন করে আরও কয়েকটি অঞ্চলে সংক্রমণ সংখ্যা বৃদ্ধি পাওয়ায় তালিকাটি নতুন করে সংশোধন করা হচ্ছে। 


© সমকাল ২০০৫ - ২০২৩

সম্পাদক : আলমগীর হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ

টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com