মুন্সীগঞ্জে আরও ৪৮ জনের করোনা শনাক্ত

প্রকাশ: ২১ জুন ২০ । ২০:৫২

মুন্সীগঞ্জ প্রতিনিধি

প্রতীকী ছবি

মুন্সীগঞ্জে রোববার নতুন করে আরও ৪৮ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাড়াঁল ১৮২৪ জনে। আর মৃত্যুর বৃদ্ধি পেয়ে ৪৩ জনে দাঁড়িয়েছে।

জেলা সির্ভিল সার্জন ডা. আবুল কালাম আজাদ জানান, রোববার ১৯ ও ২০ জুনের ২৬৮টি নমুনা পরিক্ষার প্রাপ্ত ফলাফলে ৪৮ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। এ পর্যন্ত জেলায় ৮ হাজার ৫৮৭টি নমুনা ঢাকায় প্রেরণ করা হয়। রোববার পর্যন্ত পাওয়া গেছে ৮ হাজার ২১৪টি নমুনা পরিক্ষার রিপোর্ট। এখনও পেন্ডিং রয়েছে ৩৭৩টি।

মুন্সীগঞ্জের জেলা প্রশাসক মো. মনিরুজ্জামান তালুকদার জানান, শহরের  মাঠপাড়া মহল্লাকে রেড জোন ঘোষণা করে এলাকাটিকে লকডাউনের আওতায় নেওয়া হয়েছে।

সিভিল সার্জন ডা. আবুল কালাম আজাদ জানান, নিরবে-নিভৃতে মুন্সীগঞ্জে করোনা সংক্রমণের বিস্তার লাভ করছে। এ মুহূর্তে জনসচেতনতা বৃদ্ধি করা না হলে ভয়াবহ পরিস্থিতি ধারণ করবে। ইতিমধ্যে করোনা উপসর্গ নিয়ে জেলায় ৪৩ জন মারা গেছেন। তারপরও মানুষের মাঝে সচেতনতার কোনো বালাই নেই বলেও উদ্বেগ প্রকাশ করেন সিভিল সার্জন।

© সমকাল ২০০৫ - ২০২৩

সম্পাদক : আলমগীর হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ

টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com