খুলনায় করোনার উপসর্গ নিয়ে আরও ২ জনের মৃত্যু

প্রকাশ: ২১ জুন ২০ । ২৩:০৩

খুলনা ব্যুরো

প্রতীকী ছবি

খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে করোনার উপসর্গ জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে রোববার আরও ২ জনের মৃত্যু হয়েছে।

হাসপাতালের করোনা সাসপেকটেড আইসোলেশন ওয়ার্ডের ফোকাল পার্সন ডা. মো. মিজানুর রহমান জানান, জ্বর, শ্বাসকষ্ট ও কাশিতে আক্রান্ত খুরশীদ আলমকে (৭১) রোববার রাত সোয়া ৮টার দিকে হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়। কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন। তিনি নগরীর খালিশপুরের তৈয়বা কলোনির বাসিন্দা ছিলেন। কয়েকদিন আগে তিনি ফ্লু কর্নারে করোনা পরীক্ষার জন্য নমুনা দেন।

এর আগে গত শুক্রবার খন্দকার আলী আকবর (৬৫) নামে এক রোগীকে আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়। রোববার সন্ধ্যা ৭টার দিকে তার মৃত্যু হয়। তিনি নগরীর খালিশপুর হাউজিং এলাকার বাসিন্দা ছিলেন। ইতোমধ্যে তার নমুনা সংগ্রহ করা হয়েছে।

© সমকাল ২০০৫ - ২০২৩

সম্পাদক : আলমগীর হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ

টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com