গৌরীপুরে প্রতিপক্ষের হামলায় কৃষকের মৃত্যু

প্রকাশ: ২১ জুন ২০ । ২৩:১৬

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি

ময়মনসিংহের গৌরীপুরে জমি নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় চাঁন মিয়া (৫৫) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। রোববার সন্ধ্যায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়। হামলায় উভয়পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার সিধলা ইউনিয়নের বারোআনি গ্রামের চাঁন মিয়ার পরিবারের সঙ্গে প্রতিবেশী লাল মিয়ার পরিবারের একখণ্ড জমি নিয়ে বিরোধ চলছিল। রোববার সকালে লাল মিয়ার লোকজন বিরোধপূর্ণ জমি দখলে নেয়। খবর পেয়ে চাঁন মিয়া ও তার ভাই তোতা মিয়া ঘটনাস্থলে গেলে প্রতিপক্ষ হামলা চালিয়ে তাদের দু'জনকে আহত করে। স্থানীয়রা ও পরিবারের লোকজন আহত দুই ভাইকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। তাদের মধ্যে চাঁন মিয়ার অবস্থা আশঙ্কাজনক হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন চিকিৎসকরা। ঢাকা  নেওয়ার পথে ত্রিশাল এলাকায় তার মৃত্যু হয়।

গৌরীপুর থানার ওসি মো. বোরহান উদ্দিন বলেন, 'জমি কেনাবেচা নিয়ে বিরোধে দু'পক্ষের মধ্যে মারামারিতে কয়েকজন আহত হয়। তাদের মধ্যে আহত চাঁন মিয়ার মৃত্যু হয়েছে। এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।'

© সমকাল ২০০৫ - ২০২৩

সম্পাদক : আলমগীর হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ

টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com