টেনিস তারকা জোকোভিচ করোনা আক্রান্ত

প্রকাশ: ২৪ জুন ২০ । ০০:০৭ | আপডেট: ২৪ জুন ২০ । ০০:১০

অনলাইন ডেস্ক

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন শীর্ষ টেনিস তারকা নোভাক জোকোভিচ ও তার স্ত্রী জেলেনা।

মঙ্গলবার এক বিবৃতিতে জোকোভিচ নিজেই এতথ্য নিশ্চিত করেছেন বলে এনবিসি নিউজের প্রতিবেদনে বলা হয়েছে।

সার্বিয়ার এই তারকা বিবৃতিতে বলেছেন, করোনার পরীক্ষায় তিনি এবং তার স্ত্রীর ফলাফল পজিটিভি এসেছে। তবে তাদের সন্তানের রিপোর্ট নেগেটিভ। তবে তার নিজের শরীরে করোনাভাইরাসের কোনো উপসর্গ দেখা যায়নি।

জোকোভিচ জানিযেছেন, ১৪ দিন তিনি কোয়ারেন্টাইনে থাকবেন। এরপর পাঁচদিন পরে আবার পরীক্ষা করাবেন।

সম্প্রতি ১৭টি গ্র্যান্ড স্ল্যাম জয়ী এই তারকা নিজের দেশ সার্বিয়ার বেলগ্রেডে প্রদর্শনী টুর্নামেন্ট আয়োজন করে প্রবল সমালোচিত হয়েছেন।

ওই টুর্নামেন্টে সামাজিক দূরত্বের ধার ধারেননি কেউই। গ্যালারি ভর্তি দর্শকের মধ্যেই কোর্টে নেমেছেন টেনিস খেলোয়াড়রা। খেলার শেষে হাতও মেলান তারা।

বিষয়টি নিয়ে টেনিস বিশ্বের ক্ষোভের মুখে পড়েন জোকোভিচ। এরই মেধ্য নিজেই জানিয়ে দিলেন তিনি করোনায় আক্রান্ত।


© সমকাল ২০০৫ - ২০২৩

সম্পাদক : আলমগীর হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ

টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com