
পর্যটকদের জন্য খুলছে মালদ্বীপ
প্রকাশ: ২৪ জুন ২০ । ১৭:১১
অনলাইন ডেস্ক

পর্যটকদের জন্য আবারও খুলে দেওয়া হচ্ছে দ্বীপ রাষ্ট্র মালদ্বীপ।
করোনার কারণে গত মার্চ থেকে ভ্রমণে নিষেধাজ্ঞা দেওয়া হয় এই দেশে, আগামী ১৫ জুলাই থেকে তা তুলে নিয়ে পর্যটকদের জন্য আবার উন্মুক্ত করে দেওয়া হচ্ছে।
বিবিসি বলছে, দেশটিতে ঢুকতে বিদেশি পর্যটকদের জন্য ভাইরাসজনিত কোনও পরীক্ষার দরকার নেই। আগের মতেই প্রবেশ করতে পারবেন তারা।
মালদ্বীপের প্রেসিডেন্ট ইব্রাহিম সলিহ বলেছেন, বিদেশি পর্যটকদের স্বাগত জানানো হবে।
পর্যটন শিল্প মালদ্বীপরে অন্যতম বড় আয়ের উৎস। করোনা পরিস্থিতিতে গত মার্চে এই দেশে নানা বিধিনিষেধ আরোপ করা হয়; এরমধ্যে পর্যটকদের প্রবেশে নিষেধাজ্ঞাও দেওয়া হয়।
প্রায় সাড়ে তিন লাখ জনসংখ্যার এই দেশে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন দুই হাজার ২শ’র মতো মানুষ।
© সমকাল ২০০৫ - ২০২৩
সম্পাদক : আলমগীর হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ
টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com