
পাবনায় বাড়ছে বিভিন্ন নদ-নদীর পানি
প্রকাশ: ২৭ জুন ২০ । ১২:০৬
পাবনা অফিস

পাবনায় বাড়তে শুরু করেছে বিভিন্ন নদ নদীর পানি। গত ২৪ ঘণ্টায় জেলার তিনটি উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে।
পাবনা পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী মোফাজ্জল হোসেন জানান, শনিবার সকালে যমুনা নদীর পানি নগরবাড়ি পয়েন্টে বিপদ সীমার ৮৬ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। আর পদ্মা নদীর পানি পাকশী হার্ডিঞ্জ ব্রিজ পয়েন্টে বিপদ সীমার ৩.৭৬ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে পানি বৃদ্ধি যেভাবে অব্যাহত রয়েছে তাতে কয়েকদিনের মধ্যে বিপদসীমার কাছাকাছি যেতে পারে।
তিনি বলেন, এ ছাড়া গুমানি, বড়াল, চিকনাই, আত্রাই, ধলেশ্বর নদীতে পানি এসেছে। ইতোমধ্যে ঈশ্বরদীর সাঁড়া,পাকশী, লক্ষ্মীকুন্ডা, সুজানগরের বরখাপুর, নাজিরগঞ্জের চর ও বেড়া উপজেলার চর পঁচাকোলা, নাকালিয়াসহ নদীর তীরবর্তী বিভিন্ন এলাকার সবজি ক্ষেত তলিয়ে গেছে।
© সমকাল ২০০৫ - ২০২৩
সম্পাদক : আলমগীর হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ
টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com