
নিখোঁজের ৫ দিন পর কিশোরীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
প্রকাশ: ২৭ জুন ২০ । ১৬:২৩
নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

ফাইল ছবি
নিখোঁজের পাঁচদিন পর ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে লাইজু বেগম (১৬) নামে এক কিশোরীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার বেলা ১১টার দিকে উপজেলার ধরমন্ডল ইউনিয়নের লম্বাহাটি পাড়ায় একটি খাল থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
সে ওই গ্রামের চুন্ন মিয়ার মেয়ে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, ওই কিশোরী গত চারদিন ধরে নিখোঁজ ছিল। পরিবারের লোকজন বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও তার কোন সন্ধান পান নি। আজ সকালে স্থানীয় লোকজনের মাধ্যমে ওই কিশোরীর বাড়ির পাশে খালের পানিতে অর্ধগলিত মরদেহটি পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন জানান, চারদিন খালের পানিতে পড়ে থাকায় কিশোরীর মরদেহে পচন ধরে গেছে। ময়নাতদন্তের জন্য মরদেহটি জেলা সদর হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলেছে। এ ঘটনায় তদন্ত চলছে।
© সমকাল ২০০৫ - ২০২৩
সম্পাদক : আলমগীর হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ
টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com