
মহাদেবপুরে করোনায় একজনের মৃত্যু
প্রকাশ: ২৭ জুন ২০ । ১৮:৪৩
নওগাঁ প্রতিনিধি

প্রতীকী ছবি
নওগাঁর মহাদেবপুরে করোনা আক্রান্ত হয়ে আয়নাল হক (৪৫) নামে একজনের মৃত্যু হয়েছে। শনিবার বেলা ১১টার দিকে নিজ বাড়িতে তার মৃত্যু হয়। আয়নাল উপজেলার সফাপুর ইউনিয়নের বিনোদপুর গ্রামের ফজলুল হকের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকার একটি বেসরকারি কোম্পানিতে কর্মরত ছিলেন আয়নাল। গত ২০-২৫ দিন পূর্বে তিনি তার গ্রামের বাড়িতে আসার পর শ্বাসকষ্ট শুরু হয় তার। গত ১৪ জুন করোনা পরীক্ষার জন্য স্বাস্থ্য বিভাগে নমুনা দেন। গত ২৫ জুন বৃহস্পতিবার তার করোনা পজিটিভ শনাক্ত হয়।
মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আমিনুল ইসলাম বলেন, আগে থেকেই তার শ্বাসকষ্ট ছিল।
মহাদেবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান মিলন বলেন, উপজেলা জানাজা-দাফন কমিটি ধর্মীয় রীতি অনুযায়ী জানাজা শেষে লাশ দাফনের কাজ সম্পন্ন করেন। যারা আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে এসেছেন তাদের আইসোলেশনে রাখা হয়েছে এবং স্বাস্থ্য বিভাগ তাদের নমুনা সংগ্রহ করেছে।
© সমকাল ২০০৫ - ২০২৩
সম্পাদক : আলমগীর হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ
টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com