
স্বাস্থ্যখাতের অব্যবস্থাপনা মহামারির প্রাদুর্ভাব সৃষ্টি করেছে: মেনন
প্রকাশ: ২৭ জুন ২০ । ১৯:৪৫
সমকাল প্রতিবেদক

রাশেদ খান মেনন- ফাইল ছবি
ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন এমপি বলেছেন, ‘করোনা সঙ্কটকালে স্বাস্থ্য মন্ত্রণালয়ের-স্বাস্থ্যখাতের বেশি নেতৃত্বের ভূমিকা পালন করার কথা ছিল। অথচ এই খাতের সমন্বয়হীনতা, পরিকল্পনার অভাব, অব্যবস্থাপনা ও দুর্নীতির ফলে মানুষের জীবনে গভীর সংকট এবং মহামারির প্রাদুর্ভাব বাড়ছে। এই অবস্থা চলতে থাকলে করোনাকে সঠিকভাবে মোকাবিলা করা সম্ভব হবে না।’
শনিবার জাতীয় প্রেসক্লাবের সামনে স্বাস্থ্যখাতে অব্যবস্থাপনা ও দুনীতি বন্ধ করাসহ বিভিন্ন দাবিতে ঢাকা মহানগর ওয়ার্কার্স পার্টি আয়োজিত মানববন্ধন কর্মসূচিতে ভিডিও কলের মাধ্যমে দেওয়া বক্তব্যে রাশেদ খান মেনন এ সব কথা বলেন।
তিনি বলেন, ‘স্বাস্থ্যখাতকে পুর্নগঠনের লক্ষ্যে কেবল নয়, সামগ্রিকভাবে সব রাজনৈতিক দল ও সামাজিক শক্তিকে বর্তমান সংকট মোকাবিলায় ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে।’
মেনন আরও বলেন, ‘দলের কর্মীদেরও দায়িত্ব হচ্ছে মানুষকে সচেতন করা, স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য বলা। এটাই করোনা সংকট মোকাবিলার সর্বোচ্চ উপায় হবে।’
ঢাকা মহানগর ওয়ার্কার্স পার্টির সভাপতি আবুল হোসাইনের সভাপতিত্বে মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন মোস্তফা আলমগীর রতন, কিশোর রায়, জাহাঙ্গীর আলম ফজলু, শাহানা ফেরদৌসী লাকী, মুর্শিদা আখতার নাহার, শিউলী সিকদার, মোতাসিম বিলতাহ সানী, আব্দুল মোতালেব জুয়েল প্রমুখ।
© সমকাল ২০০৫ - ২০২৩
সম্পাদক : আলমগীর হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ
টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com