
ব্রাহ্মণবাড়িয়ায় আরও ৬০ জনের করোনা শনাক্ত
প্রকাশ: ২৭ জুন ২০ । ২২:২৪
নিজস্ব প্রতিবেদক, ব্রাহ্মণবাড়িয়া

ব্রাহ্মণবাড়িয়ায় আরও ৬০ জনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে; একই সঙ্গে আইসোলেশন থেকে ধাপে ধাপে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৫৬ জন।
শনিবার সিভিল সার্জন কার্যালয়ের দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক ডা. সানজিদা এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, বিকেলে সরকারি ন্যাশনাল ইন্সটিটিউট অব ল্যাবরেটরি মেডিসিন অ্যান্ড রেফারাল সেন্টার পিসিআর ল্যাব এবং ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতাল থেকে ২৬৮টি নমুনার ফলাফল সিভিল সার্জন কার্যালয়ে পৌঁছেছে। এর মধ্যে ৬০জনের করোনা পজিটিভ আসে। এ নিয়ে জেলায় মোট ৭৯৩ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন।
সিভিল সার্জন ডা. মোহাম্মদ একরাম উল্লাহ রাত ৮ টার দিকে বলেন, বিকেলে সরকারি ন্যাশনাল ইন্সটিটিউট অব ল্যাবরেটরি মেডিসিন অ্যান্ড রেফারাল সেন্টার পিসিআর ল্যাব থেকেপ্রাপ্ত ২১০ টি নমুনা পরীক্ষা করে ৪৩ জনের এবং ব্রাহ্মণবাড়িয়া মেডিক্যাল কলেজ অ্যান্ড হাসপাতালের ল্যাব থেকেপ্রাপ্ত ৫৮ টি নমুনা পরীক্ষা করে ১৭ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়।
নতুন ৬০ জনের মধ্যে সদর উপজেলায় ২৩ জন, আখাউড়া উপজেলায় ১ জন, বাঞ্চারামপুর উপজেলায় ৮ জন, নবীনগর উপজেলায় ১০ জন, বিজয়নগর উপজেলায় ২ জন, সরাইল উপজেলায় ৫ জন ও আশুগঞ্জ উপজেলায় ১১ জন ।
তিনি বলেন, এ নিয়ে জেলায় মোট ৭৯৩ জন করোনা ভাইরাসে আক্রান্ত হলেন। এদের মধ্যে ১৫৬ জন ইতিমধ্যেই সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। করোনা পরিস্থিতিতে জেলায় ৯ জন মারা যান। এ পর্যন্ত জেলায় ৮ হাজার ৯৮৫ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে, যার মধ্যে ৭ হাজার ৮২৪ জনের ফলাফল পাওয়া গেছে। এখনো আইসোলেশনে আছেন ৫৯২ জন, এর মধ্যে জেলায় ৫৬৮ জন, ঢাকায় ২৩ জন ও ফেনীতে ১ জন।
সিভিল সার্জন বলেন, জেলায় করোনায় আক্রান্ত ৭৯৩ জনের মধ্যে সদরে ২৬২জন, আখাউড়ায় ৪৭, বিজয়নগরে ২২, নাসিরনগরে ৩৫জন, বাঞ্চারামপুরে ৬৭ জন, নবীনগরে ১২৩ জন, সরাইলে ৫২ জন, আশুগঞ্জে ৪১ জন ও কসবায় ১৪৪ জন রয়েছেন।
© সমকাল ২০০৫ - ২০২৩
সম্পাদক : আলমগীর হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ
টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com