ঝিনাইগাতীতে ২ সন্তানের জননী ধর্ষিত, গ্রেফতার ২

প্রকাশ: ২৭ জুন ২০ । ২৩:০৭ | আপডেট: ২৭ জুন ২০ । ২৩:১০

সীমান্ত অঞ্চল প্রতিনিধি

প্রতীকী ছবি

শেরপুরের সীমান্তবর্তী ঝিনাইগাতী উপজেলার গজনী অবকাশ কেন্দ্রে বেড়াতে যাওয়ার সময় বখাটেদের হাতে ধর্ষণের শিকার হয়েছেন ২ সন্তানের জননী। পুলিশ এ ঘটনায় ২ জনকে গ্রেফতার করেছে। শনিবার দুপুরে এ ঘটনা ঘটে। 

পুলিশ ও এলাকাবাসী জানান, শেরপুর সদর উপজেলার মোবারকপুর গ্রামের ২ সন্তানের জননী শনিবার সকালে শ্রীবরদী উপজেলার পশ্চিম ঝিনিয়া গ্রামে গজনী অবকাশ পিকনিক স্পটে বেড়াতে যাচ্ছিলেন। পথে বাকাকুড়া পৌঁছলে একদল বখাটে ইজিবাইক থামিয়ে গৃহবধূকে নামিয়ে টেনেহিঁচড়ে পাশের জঙ্গলে নিয়ে ধর্ষণ করে। সংবাদ পেয়ে পুলিশ ধর্ষণের শিকার গৃহবধূকে উদ্ধার করে এবং ধর্ষক বাকাকুড়া গ্রামের চাদ মিয়ার ছেলে খোকন (২৬) ও শহীদের ছেলে রাসেল কে (২০) গ্রেফতার করে থানায় নিয়ে আসে।      

শেরপুরের পুলিশ সুপার কাজী আশরাফুল আজিম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ঝিনাইগাতী থানার ওসি আবু বক্কর সিদ্দিক ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ঘটনার তদন্ত চলছে।       

© সমকাল ২০০৫ - ২০২৩

সম্পাদক : আলমগীর হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ

টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com