
সুদানে নারীদের খতনা প্রথা বাতিল
প্রকাশ: ১৩ জুলাই ২০ । ১৭:৫৬
অনলাইন ডেস্ক

উত্তর আফ্রিকার দেশ সুদানে শাসন ব্যবস্থায় ব্যাপক পরিবর্তন আনা হয়েছে। এই পরিবর্তন বা সংস্কারের আওতায় রয়েছে অমুসলিমদের মদ্যপানের অনুমতি, স্বধর্ম ত্যাগের শাস্তি ও মেয়েদের খতনা প্রথা লোপ। একই সঙ্গে নারীদের ভ্রমণের সময় কোনো পুরুষ স্বজনের অনুমতির দরকার হবে না বলেও সংস্কার আইনে জানানো হয়েছে। খবর বিবিসির।
গত সপ্তাহে দেশটির পার্লামেন্টে এ সংক্রান্ত বেশ কয়েকটি আইন পাস হয়। প্রথমবারের মতো দেশটির সরকার এসব আইনের ব্যাখ্যা দিয়েছে। দেশটির আইন ও বিচারবিষয়ক মন্ত্রী নাসরিদিন আবদুল বারি বলেন, 'মানবাধিকার লঙ্ঘন হয় এমন সব আইন বাতিল করছি আমরা।'
সুদানে বড় ধরনের গণবিক্ষোভের মুখে গত বছর দীর্ঘমেয়াদে প্রেসিডেন্ট থাকা ওমর আল বশির ক্ষমতাচ্যুত হন। তার ক্ষমতাচ্যুতির পর এসব সংস্কারের উদ্যোগ নেওয়া হলো।
© সমকাল ২০০৫ - ২০২৩
সম্পাদক : আলমগীর হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ
টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com