
বিহারে সুশান্তের নামে রাস্তার নামকরণ
প্রকাশ: ১৩ জুলাই ২০ । ২১:১০ | আপডেট: ১৩ জুলাই ২০ । ২১:৩৩
বিনোদন ডেস্ক

ছবি: সংগৃহীত
প্রয়াত বলিউড তারকা সুশান্ত সিং রাজপুতের পৈতৃক ভিটা বিহারের পূর্ণিয়া তাকে স্মরণ করল। গত শনিবার শহরের মেয়র সবিতা সিং দুটি রাস্তার নাম সুশান্ত সিং রাজপুতের নামে করলেন। শহরে একটি ফোর্ড কোম্পানির গাড়ির কারখানা আছে। সেই কারখানা যাওয়ার পথকেই সুশান্ত সিং রাজপুত চক করা হলো।
এছাড়া বিহারে মধুবনি চক থেকে মাতা চক যাওয়ার রাস্তার নামকরণ করা হয় সুশান্ত সিং রাজপুত পথ। গত ১৪ জুন আত্মহত্যা করেন সুশান্ত সিং রাজপুত। তারপর থেকে দেশব্যাপী হইচই ও নেট দুনিয়ায় নেপোটিজম-বিরোধী প্রচার।
জানা যায়, ২০০৩ সালে কলেজ পাস করে শামক ডাভর ডান্সট্রুপ জয়েন করেন সুশান্ত। বেশকিছু বছর ব্যাকগ্রাউন্ড ডান্সার হিসেবে কাজ করেন তিনি। ২০০৯ সালে বালাজি টেলিফিল্মসের পবিত্র রিস্তা ধারাবাহিক দিয়ে ছোট পর্দায় হাতেখড়ি সুশান্ত সিংয়ের। এরপর ২০১৩ সালে কাই পো চে ছবি দিয়ে বড়পর্দায় অভিষেক ঘটে সুশান্তের। সূত্র: নিউজ ১৮
© সমকাল ২০০৫ - ২০২৩
সম্পাদক : আলমগীর হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ
টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com