মুজিববর্ষে বৃক্ষরোপনের উদ্যোগ নিবন্ধন অধিদফতরের

প্রকাশ: ১৭ জুলাই ২০ । ০১:২৫ | আপডেট: ১৭ জুলাই ২০ । ২১:২২

সমকাল প্রতিনিধি

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শততম জন্মাবার্ষিকীকে স্মরণীয় করে রাখতে ব্যতিক্রমী উদ্যোগ হিসেবে বৃক্ষরোপন কর্মসুচি গ্রহণ করেছে নিবন্ধন অধিদফতর (রেজিস্ট্রেশন বিভাগ)। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের অধীনস্থ প্রতিষ্ঠান নিবন্ধন অধিদফতর তাদের প্রতিটি জেলা-উপজেলার অফিস প্রাঙ্গণে কমপক্ষে তিনটি ফলন্ত বনজ এবং ওষুধি গাছ রোপনের সিদ্ধান্ত নিয়েছে। যা সরকারের অন্যান্য বিভাগের চেয়ে কিছুটা ব্যতিক্রমী উদ্যোগ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

গত ১২ জুলাই নিবন্ধন অধিদফতরের মহা-পরিদর্শক (জেলা ও দায়রা জজ) শহীদুল আলম ঝিনুক স্বাক্ষরিত এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এতে মাঠ পর্যায়ের সকল কর্মকর্তাকে এই সিদ্ধান্ত বাস্তবায়ন করে অবহিত করতে বলা হয়েছে। আগামী মার্চ মাস পর্যন্ত এ বৃক্ষরোপন অভিযান চলবে।

নিবন্ধন অধিদফতর থেকে দেশের প্রত্যেকটি জেলা রেজিস্ট্রার ও সাব-রেজিস্ট্রার কার্যালয়ে পাঠানো প্রজ্ঞাপনে বলা হয়েছে, ২০২০-২০২১ সালে মুজিববর্ষ হিসেবে পালন করা হচ্ছে। জাতির পিতার জন্ম শতবার্ষিকী উপলক্ষে অর্থাৎ ‘মুজিব বর্ষ’ স্মরণীয় করতে এই বিভাগ প্রতিটি অফিস প্রাঙ্গণে কমপক্ষে তিনটি ফলন্ত বনজ এবং ওষুধি (যেমন আম, জাম, কাঠাল, নিম, অর্জুন, আমলকি, হরতকী ও বয়রা) ইত্যাদি রোপনের সিদ্ধান্ত গ্রহণ করেছে।

সূত্র জানায়, সারাদেশে ৪৯৭টি সাব-রেজিস্ট্রার অফিস রয়েছে। কোন কোন উপজেলায় একাধিক সাব-রেজিস্ট্রার অফিস থাকলেও ৬১টি জেলায় রয়েছে রেজিস্ট্রার কার্যালয়। জানা গেছে, সারাদেশে এসব অফিস প্রাঙ্গণে কয়েক হাজার বৃক্ষ রোপন করা হবে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রাজধানীর তেজগাঁও রেজিস্ট্রেশন কমপ্লেক্স ভবনে একটি সুবিধাজনক সময়ে বৃক্ষরোপন করা হবে। তবে নিবন্ধন অধিদফতরের নিজস্ব কোন জায়গা না থাকায় আব্দুল গনী রোডের মহা-পরিদর্শকের কার্যালয়ে কোন বৃক্ষরোপন কর্মসূচি রাখা হয়নি।

মুজিববর্ষে বৃক্ষরোপন কর্মসূচি নিয়ে নিবন্ধন অধিদফতরের মহা-পরিদর্শক শহীদুল আলম ঝিনুক সমকালকে বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশে প্রথম সোহরাওয়ার্দী উদ্যানে বৃক্ষরোপন অভিযান শুরু করেছিলেন। তার সেই পদাংক অনুসরণ করে পরিবেশের ভারসাম্য রক্ষায় মুজিবর্ষে এই কর্মসূচির উদ্যোগ নেওয়া হয়েছে। 

তিনি বলেন, প্রতিটি অফিস প্রাঙ্গণে ৩/৪টা করে গাছ রোপন করলে মানুষ সেবা পাবে।

বাংলাদেশ রেজিস্ট্রেশন সার্ভিস অ্যাসোসিয়েশনের (বিআরএসএ) মহাসচিব কাওসার আহমেদ সমকালকে বলেন, এ রকম একটা চিঠি আমরা ইতোমধ্যে পেয়েছি। মুজিববর্ষকে স্মরণীয় করে রাখতে পরিবেশের ভারসাম্য রক্ষায় নিবন্ধন অধিদফতরের সময়োপযোগী ও ব্যতিক্রমী উদ্যোগ। সারাদেশের রেজিস্ট্রেশন বিভাগের কর্মকর্তাদের বৃক্ষরোপনে উৎসাহিত করা হয়েছে।

© সমকাল ২০০৫ - ২০২৩

সম্পাদক : মোজাম্মেল হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ

টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com