পদাবলি

তুমি বিটপী

প্রকাশ: ১৭ জুলাই ২০ । ০০:০০ | প্রিন্ট সংস্করণ

শুক্লা গাঙ্গুলি

কাছের দূরের
দূরের কাছের
কথায় কথায় ভাষা খুঁজে ফিরি
সহজে সবটাই
বলা থাকে সবিশেষে

ব্যক্তিগত সংগ্রহে
রাখা দু-চারটি
সাদা সাদা পায়রা উড়িয়ে
দেই- খোলা
হাওয়ায়

তুমি বিটপী কিংবা
আরণ্যক
ধুলো মুছে আসন
বিছাই
দু'হাতে পদ্ম ফুটাই একান্তে
অজান্তেই তোমায়
ছুঁয়ে দেখি
সেই নিজেকে ছোঁয়া যেন
কাছের দূরের

দূরের কাছের অস্তিত্বে।

© সমকাল ২০০৫ - ২০২৩

সম্পাদক : মোজাম্মেল হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ

টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com