সংবাদ প্রকাশের পর ত্রাণ সহায়তা পেলেন বানভাসি সামিনা

প্রকাশ: ১৭ জুলাই ২০ । ১৩:১৪ | আপডেট: ১৭ জুলাই ২০ । ১৩:২৩

কুড়িগ্রাম প্রতিনিধি

কুড়িগ্রামের সদর উপজেলার ভোগডাঙ্গা ইউনিয়নের জগমোহনের চর গ্রামের বানভাসি গৃহবধূ সামিনা বেগমের পরিবারকে চাল, ডাল, চিনি, লবণ ও চিড়া সহায়তা দিয়েছেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ময়নুল ইসলাম। 

বন্যায় সামিনার পরিবারের অসহায়ত্বের খবর বৃহস্পতিবার সমকাল অনলাইনে প্রকাশ হওয়ার পর সামিনার স্বামী আল আমিনকে বৃহস্পতিবার বিকেলে উপজেলা পরিষদ চত্বরে ডেকে এনে তার হাতে ত্রাণ সহায়তা তুলে দেওয়া হয়।

এছাড়া কুড়িগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম জানিয়েছেন, সামিনার পরিবারের যে ঋণ আছে তা পরিশোধের ব্যবস্থাও করা হবে। 

সহায়তা প্রদান করায় ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং ঋণ পরিশোধের ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়ায় জেলা প্রশাসককের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন সামিনা বেগম ও তার স্বামী আল আমিন।

প্রসঙ্গত, বানভাসি সামিনার দুর্দশার কথা তুলে ধরে বৃহস্পতিবার সমকাল অনলাইনে ‘৩ দিন পর ভাত রাঁধছে মা, অপেক্ষায় শিশু’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। 

© সমকাল ২০০৫ - ২০২৩

সম্পাদক : মোজাম্মেল হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ

টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com