কুড়িগ্রামে নদ-নদীর পানি কমছে

প্রকাশ: ১৭ জুলাই ২০ । ১৪:১৬ | আপডেট: ১৭ জুলাই ২০ । ১৫:৪২

কুড়িগ্রাম প্রতিনিধি

কুড়িগ্রামে নদ-নদীর পানি কমতে শুরু করেছে। এতে জেলায় দ্বিতীয় দফা বন্যা পরিস্থিতির উন্নতি হতে শুরু করেছে। তবে ধরলা ও ব্রহ্মপুত্রের পানি এখনও বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে বন্যা কবলিত এলাকাগুলো এখনও পানিতে ভাসছে। ফলে বাড়িঘর ছেড়ে বাঁধ ও রাস্তায় আশ্রয় নেওয়া পরিবারগুলো ফিরতে পারছে না।

কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. আরিফুল ইসলাম জানান, কুড়িগ্রামে নদ-নদীর পানি কমতে শুরু করেছে। তবে তিনটি পয়েন্টে পানি এখনও বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এর মধ্যে ধরলা নদীর ফেরিঘাট পয়েন্টে বিপদসীমার ৬২ সেন্টিমিটার, ব্রহ্মপুত্র নদের চিলমারী পয়েন্টে ৯১ সেন্টিমিটার ও নুনখাওয়া পয়েন্টে বিপদসীমার ৮১ সেন্টিমিটার ওপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। অন্যদিকে তিস্তা নদীর কাউনিয়া পয়েন্টে পানি বিপদসীমার অনেক নিচে নেমে এসেছে।

জেলা ত্রাণ ও পুনর্বাসন দপ্তরের তথ্যমতে, জেলার ৭৬টি ইউনিয়নের মধ্যে ৫৬টি ইউনিয়নের ৪৭৫টি গ্রাম বন্যাকবলিত হয়ে রয়েছে। এসব গ্রামের প্রায় ৪৭ হাজার পরিবারের ১ লাখ ৯০ হাজার মানুষ এখনও পানিবন্দী। এ অবস্থায় বাড়িঘর ছেড়ে প্রায় ৫ হাজার পরিবারের ২২ হাজারের মতো মানুষ ১৩২টি আশ্রয়কেন্দ্রসহ বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ও রাস্তায় আশ্রয় নিয়েছে।

এদিকে রৌমারী উপজেলা সদর রক্ষায় এলজিইডি নির্মিত বাঁধ-রাস্তা বাঘমারা এলাকায় ২০ মিটারের মতো ভেঙে গেছে। সেই ভাঙা দিয়ে ব্রহ্মপুত্রের পানি ঢুকে উপজেলা পরিষদ চত্বর ও বাজারসহ ২২টির মতো গ্রাম প্লাবিত হয়েছে।

© সমকাল ২০০৫ - ২০২৩

সম্পাদক : মোজাম্মেল হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ

টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com