নোয়াখালীতে করোনায় ব্যবসায়ীর মৃত্যু, শনাক্ত আরও ২০

প্রকাশ: ১৭ জুলাই ২০ । ১৭:০৪

নোয়াখালী প্রতিনিধি

প্রতীকী ছবি

নোয়াখালীতে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আব্দুল ওহাব (৬৫) নামের এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাতে চিকিৎসাধীন অবস্থায় ঢাকার মুগ্ধা জেনারেল হাসপাতালে ওই ব্যক্তির মৃত্যু হয়। তিনি সেনবাগ উপজেলার পৌরসভার বাসিন্দা। এ নিয়ে জেলায় শরীরে করোনা ভাইরাসের সংক্রমণ নিয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়াল ৫৬ জনে।

শুক্রবার দুপুরে এ সব তথ্য নিশ্চিত করেছেন জেলা সিভিল সার্জন ডা. মাসুম ইফতেখার।

সেনবাগ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মতিউর রহমান জানান, সেনবাগ বাজারের হোটেল ব্যবসায়ী ও পৌরসভার বাবুপুর এলাকার বাসিন্দা আব্দুল ওহাব অসুস্থ হয়ে গত ১২ জুলাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসে নমুনা দিয়ে যান। নোয়াখালী আব্দুল মালেক উকিল মেডিকেল কলেজ পরীক্ষাগার থেকে আসা নমুনা পরীক্ষার ফলাফলে ১৪জুলাই ওই ব্যক্তির করোনা পজিটিভ আসে। তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসকের পরামর্শ অনুযায়ী পরিবারের লোকজন তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার মুগদা জেনারেল হাসপাতালে নিয়ে যান। বৃহস্পতিবার রাতে চিকিৎসাধীন অবস্থায় ওই হাসপাতালে মারা যান তিনি। এনিয়ে উপজেলায় করোনায় মারা গেছেন ৮জন।

এ দিকে গত ২৪ ঘন্টায় জেলায় আরও ২০ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে।

সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, নতুন করে আক্রান্তদের মধ্যে সদরে ৫, হাতিয়া ১, বেগমগঞ্জ ৪, সুবর্ণচরে ৩, সোনাইমুড়ী ২ ও কবিরহাট উপজেলা ৫ জন রোগী রয়েছেন। আক্রান্তদের মধ্যে বিভিন্ন শ্রেণি পেশার মানুষ রয়েছেন। এ নিয়ে জেলায় মোট আক্রান্ত ২ হাজার ৬৫৮ জন। যার মধ্যে সুস্থ্য হয়েছেন ১ হাজার ৬৯২। মোট আক্রান্তদের মধ্যে সদরে ৭৭৫, সুবর্ণচরে ১৮৫, হাতিয়া ৮০, বেগমগঞ্জে ৭১৮, সোনাইমুড়ীতে ১৪৫, চাটখিলে ১৫১, সেনবাগে ১২২, কোম্পানীগঞ্জে ১৮০ ও কবিরহাটে ৩০২ জন।

© সমকাল ২০০৫ - ২০২৩

সম্পাদক : মোজাম্মেল হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ

টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com