বাড্ডায় সড়ক দুর্ঘটনায় ট্রাকশ্রমিক নিহত

প্রকাশ: ১৭ জুলাই ২০ । ১৮:১৯

সমকাল প্রতিবেদক

প্রতীকী ছবি

রাজধানীর বাড্ডার ইউলুপ এলাকায় সড়ক দুর্ঘটনায় এক ব্যক্তি নিহত হয়েছেন। তার নাম ইউনুস হাওলাদার (৫০)। তিনি ট্রাকশ্রমিক ছিলেন।

শুক্রবার ভোরে এ দুর্ঘটনা ঘটে। তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

বাড্ডা থানা পুলিশ ও হাসপাতাল সূত্র জানায়, ভোর সাড়ে ৫টার দিকে ইউলুপের নিচে ট্রাক থেকে মালপত্র নামাচ্ছিলেন ইউনুস। তখন দুর্ঘটনাটি ঘটে। তবে কীভাবে বা কোন গাড়ির ধাক্কায় তার মৃত্যু হয় তা জানা যায়নি। এ ঘটনায় একটি অস্বাভাবিক মৃত্যু (ইউডি) মামলা হয়েছে।

নিহতের ভায়রা জসিম উদ্দিন জানান, ডেমরার সারুলিয়ায় থাকতেন ইউনুস। তার গ্রামের বাড়ি ভোলার বোরহানউদ্দিন উপজেলার চরআলকি এলাকায়। তার বাবার নাম ওয়ালীউল্লাহ।

© সমকাল ২০০৫ - ২০২৩

সম্পাদক : মোজাম্মেল হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ

টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com