সাহেদের বিচার বাংলার মাটিতেই হবে: নৌপ্রতিমন্ত্রী

প্রকাশ: ১৭ জুলাই ২০ । ১৯:৩২

সমকাল প্রতিবেদক

বক্তব্য রাখছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী -সমকাল

নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, হাসপাতালে চিকিৎসা নিয়ে প্রতারণার জন্য সাহেদের মত প্রতারককে গ্রেপ্তার করা হয়েছে। এরা আওয়ামী লীগে অনুপ্রবেশ করে দলের ইমেজ নষ্ট করার চেষ্টা করেছে। আওয়ামী লীগ নেতারাসহ গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে ছবি তুলে তাদের সুনাম নষ্ট করার চেষ্টা করেছে। এসব অপরাধী ছাড় পাচ্ছে না। সাহেদকেও আইনের আওতায় আনা হয়েছে, তার বিচার বাংলার মাটিতেই হবে।

শুক্রবার দিনাজপুরের বিরলে কাঞ্চন নিউ মডেল ডিগ্রি কলেজের একাডেমিক ভবনের উদ্বোধন এবং উপজেলা পরিষদ মিলনায়তনে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের মধ্যে সরকারি অর্থ বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

নৌপ্রতিমন্ত্রী আরও বলেছেন, দেশে আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে বলেই অপরাধীদের আইনের আওতায় আনা হচ্ছে। আইন যে ভাঙবে, তাকেই আইনের আওতায় আনা হবে। এটাই হচ্ছে শেখ হাসিনার বাংলাদেশ।

তিনি বলেন, অথচ সরকার যখন এসব অপরাধীকে ধরছে, তখন একটি মহল অপরাধীর বিষয়ে কথা না বলে, সরকারের বিরুদ্ধে কথা বলে যাচ্ছে। এ সংকটকালে সবাইকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে।

খালিদ মাহমুদ চৌধুরী বলেন, করোনায় দেশের অর্থনীতি নিয়ে কিছু অর্থনীতিবিদ মনগড়া কথা বলছেন। তারা বলছেন, দেশের অর্থনীতি না-কি দুর্বল। অর্থনীতি দুর্বল হলে করোনার সময় কীভাবে কোটি কোটি মানুষের কাছে ত্রাণ পৌঁছানো হলো, নগদ অর্থ দেওয়া হলো? মসজিদে-মন্দিরে কীভাবে টাকা দেওয়া হলো?

‘করোনার কারণে দেশের অর্থনীতি ধ্বংস হয়ে গেছে’- কিছু অর্থনীতিবিদের এমন বক্তব্যের সমালোচনা করে তিনি বলেন, ধ্বংস বাংলাদেশ ও বাংলাদেশের অর্থনীতি হয়নি। ধ্বংস হয়েছে দেশবিরোধী চক্র। তারা আস্তে আস্তে নির্মূল হয়ে যাবে। এই অপশক্তি বাংলাদেশে থাকবে না।

প্রতিমন্ত্রী বলেন, সরকার দেশপ্রেমিক শক্তিশালী বিরোধীদল চায়। কিন্তু শক্তিশালী কোনো দেশবিরোধী দল চায় না।এটাই এদেশের মানুষের সেন্টিমেন্ট।

নৌপ্রতিমন্ত্রী পরে বিভিন্ন উন্নয়ন কার্যক্রমের উদ্বোধন এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও ছাত্র-ছাত্রীদের মধ্যে শিক্ষা উপকরণ ও ক্রীড়াসামগ্রী বিতরণ করেন। এ সময় তার সঙ্গে ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জিনাত রহমান, উপজেলা চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান বাবু, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রমাকান্ত রায় প্রমুখ।

© সমকাল ২০০৫ - ২০২৩

সম্পাদক : মোজাম্মেল হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ

টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com