ইস্পাহানির উদ্যোগে করোনা হাসপাতালে অক্সিজেন ব্যবস্থা

প্রকাশ: ১৮ জুলাই ২০ । ১৯:১৫ | আপডেট: ১৮ জুলাই ২০ । ২০:২২

অনলাইন ডেস্ক

চট্টগ্রামের বিআইটিআইডি বিশেষায়িত করোনা হাসপাতালে ইস্পাহানি গ্রুপের পৃষ্ঠপোষকতায় কেন্দ্রীয় অক্সিজেন ব্যবস্থার উদ্বোধন করা হয়েছে। এ সময় হাসপাতালে এন-৯৫ মাস্ক সরবরাহ করা হয়।

শনিবার  বিআইটিআইডি থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার এ বি এম আজাদ (এনডিসি), বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. হাসান শাহরিয়ার কবির, বিএমএ সভাপতি অধ্যাপক ডা. মুজিবুল হক খান, বিএমএ সাধারণ সম্পাদক ডা. ফয়সাল ইকবাল চৌধুরী এবং বিআইটিআইডিয়ের পরিচালক অধ্যাপক ডা. এম এ হাসান। 

এছাড়া ইস্পাহানি গ্রুপের পক্ষে উপস্থিত ছিলেন মহাব্যবস্থাপক শাহ মইনউদ্দিন হাসান, উইং ম্যানেজার নুর নবী, ডিভিশনাল ম্যানেজার চৌধুরী আবু হেনা মোস্তফা হেলাল।

© সমকাল ২০০৫ - ২০২৩

সম্পাদক : আলমগীর হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ

টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com