
ধর্মপাশায় করোনায় ব্যবসায়ীর মৃত্যু
প্রকাশ: ২০ জুলাই ২০ । ০৮:৩০
ধর্মপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধি

সুনামগঞ্জের ধর্মপাশায় করোনায় আক্রান্ত হয়ে এই প্রথম মো. শফিকুল ইসলাম (৪৮) নামের এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।
রোববার রাত সাড়ে ১১টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তার মৃত্যু হয়।
উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পলনা কর্মকর্তা ডা. ঝন্টু সরকার বলেন, উপজেলার কলেজ রোডে বসবাসকারী মো. শফিকুল ইসলামের বাড়ি সদর ইউনিয়নের মহদিপুর গ্রামে। গত ১২ জুলাই তার নমুনায় করোনা ভাইরাসের উপস্থিতি শনাক্ত হয়। রোববার রাত ১১টার দিকে তার শারীরিক অবস্থার অবনতি হলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়।
© সমকাল ২০০৫ - ২০২৩
সম্পাদক : আলমগীর হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ
টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com