চাটমোহরে গৃহবধূকে গলা কেটে হত্যা

প্রকাশ: ২০ জুলাই ২০ । ১১:৫৩ | আপডেট: ২০ জুলাই ২০ । ১১:৫৭

চাটমোহর (পাবনা) প্রতিনিধি

ফাইল ছবি

পাবনার চাটমোহর উপজেলায় কল্পনা রানী পাল (৪০) নামের এক গৃহবধূকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। 

রোববার রাত ১০টা থেকে ১১টার মধ্যে এ ঘটনা ঘটে। 

কল্পনা রানী উপজেলার হরিপুর মৃধাপাড়া গ্রামের নিরঞ্জন পাল ওরফে নিরুর স্ত্রী।

চাটমোহর সার্কেলের সহকারী পুলিশ সুপার সজীব শাহরীন এ তথ্য নিশ্চিত করে জানান, ঘটনার সময় নিরু বাড়িতে ছিলেন না। তিনি চায়ের দোকানদার। হরিপুর বাজারে তার দোকান বন্ধ করে রাত সাড়ে ১১টার পর বাড়ি ফিরে ঘরে তার স্ত্রীর গলা কাটা মরদেহ দেখেন।

কারা, কী কারণে ওই গৃহবধূকে হত্যা করেছে তাৎক্ষণিকভাবে সে বিষয়ে কিছু জানা যায়নি বলেও জানান তিনি।

© সমকাল ২০০৫ - ২০২৩

সম্পাদক : আলমগীর হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ

টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com