ফাহিম হত্যার প্রতিবাদে লস অ্যাঞ্জেলেস প্রেস ক্লাবের মানববন্ধন

প্রকাশ: ২০ জুলাই ২০ । ১৩:৪০ | আপডেট: ২৫ জুলাই ২০ । ১৩:০৬

ক্যালিফোর্নিয়া (যুক্তরাষ্ট্র) প্রতিনিধি

ফাহিম হত্যার প্রতিবাদে মানববন্ধন-সমকাল

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি আমেরিকান আইটি আইকন ফাহিম সালেহ হত্যার প্রতিবাদে লস অ্যাঞ্জেলসে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

স্থানীয় সময় শনিবার বিকেল ৫টায় লস অ্যাঞ্জেলসের সোনার বাংলা চত্বরে লিটল বাংলাদেশ প্রেস ক্লাব এই মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করে।

প্রেস ক্লাব সভাপতি কাজী মশহুরুল হুদার সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক লস্কর আল মামুন, লস অ্যাঞ্জেলসের মহিলা সংস্থার চেয়ারম্যান ড্যানী তৈয়ব, ফিরোজ আলম প্রমুখ। সমাবেশে স্বাস্থ্যবিধি মেনে প্রবাসী বাংলাদেশিরা অংশ নেন।

বক্তারা অবিলম্বে ফাহিম হত্যায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। একইসঙ্গ রহস্যময় ও চাঞ্চল্যকর এ খুনের প্রকৃত কারণ উদঘাটনেরও দাবি জানান।

উল্লেখ্য, স্থানীয় সময় মঙ্গলবার বিকেল সাড়ে ৩টার দিকে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির ম্যানহাটনে নিজ অ্যাপার্টমেন্ট থেকে ফাহিমের খণ্ডিত মরদেহ উদ্ধার করা হয়। আগের দিন থেকে ভাইকে ফোনে না পেয়ে তার ছোট বোন মঙ্গলবার পুলিশকে ফোন করেন। পুলিশ এসে ফাহিমের মরদেহে উদ্ধার করে।

নিউইয়র্ক পুলিশ জানিয়েছে, ফাহিমকে স্থানীয় সময় সোমবার কোনো এক সময়ে হত্যা করে হত্যাকারী চলে যান। হত্যার ঘটনাকে অন্যদিকে মোড় দিতে পরদিন আবার ওই অ্যাপার্টমেন্টে ফিরে আসেন। পুলিশ আরও জানায়, হত্যাকারী ফাহিমের শরীর টুকরো টুকরো করে ব্যাগে ভরার সময় তার বোন ওই অ্যাপার্টমেন্টে প্রবেশ করেন। বিষয়টি টের পেয়ে এরপর হত্যাকারী অ্যাপার্টেন্টের পেছনের দরজা ও সিঁড়ি দিয়ে পালিয়ে যান।

বাংলাদেশি বংশোদ্ভূত ফাহিম সালেহ খুন হওয়ার ঘটনায় তার ব্যক্তিগত সহকারী টেরেস ডেভোন হ্যাসপিলকে (২১) শুক্রবার গ্রেপ্তার করেছে পুলিশ। টেরেসের বিরুদ্ধে হত্যা ও অন্যান্য অপরাধের অভিযোগ আনা হয়েছে। টাইরেস ডেভো হ্যাসপিলকে নিউইয়র্ক সময় শুক্রবার মধ্যরাতে আদালতে হাজির করার পরে তাকে কারাগারে পাঠানো হয়েছে। তার বিরুদ্ধে সেকেন্ড ডিগ্রি মার্ডারের অভিযোগ আনা হয়েছে। আগামী ১৭ আগস্ট মামলার পরবর্তী তারিখ নির্ধারণ করা হয়েছে।

© সমকাল ২০০৫ - ২০২৩

সম্পাদক : আলমগীর হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ

টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com