ফরিদপুরে করোনার উপসর্গ নিয়ে বৃদ্ধার মৃত্যু

প্রকাশ: ২০ জুলাই ২০ । ১৬:৫৭

ফরিদপুর অফিস

ফরিদপুরে করোনার উপসর্গ নিয়ে ৬০ বছর বয়সী এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। সোমবার সকাল ১০টার দিকে ফরিদপুরের করোনা ডেডিকেটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তিনি শহরের গোয়ালচামট মহল্লার মোল্লা বাড়ী সড়ক এলাকার বাসিন্দা।

মৃত ওই নারীর ছেলে জানান, গত শুক্রবার সকালে জ্বর, কাশি ও শ্বাসকষ্ট নিয়ে তিনি ফরিদপুর করোনা ডেডিকেটেড হাসপাতালে ভর্তি হন। রোববার করোনা পরীক্ষার জন্য তার শরীর থেকে নমুনাও নেওয়া হয়। এ পরিস্থিতিতে সোমবার সকাল ১০টার দিকে তিনি মারা যান ।

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক সাইফুর রহমান বলেন, করোনা শনাক্তকরণ প্রতিবেদন পাওয়ার পর জানা যাবে মৃত ওই নারী করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন কিনা।

ফরিদপুর সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাসুম রেজা জানান, স্বাস্থ্যবিধি মেনে সোমবার বিকালে ওই বৃদ্ধার মৃতদেহ দাফন করা হয়।

© সমকাল ২০০৫ - ২০২৩

সম্পাদক : আলমগীর হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ

টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com