
রাজশাহীতে ব্যাংক থেকে ১৭ লাখ টাকা চুরি
প্রকাশ: ২০ জুলাই ২০ । ২০:৩৭
রাজশাহী ব্যুরো

ফাইল ছবি
অগ্রণী ব্যাংকের রাজশাহী মহানগরের সাহেব বাজার শাখার ভেতর থেকে গ্রাহকের ১৭ লাখ টাকা চুরির অভিযোগ পাওয়া গেছে। সোমবার দুপুরে এ ঘটনা ঘটেছে। মেসার্স সরদার পেট্রোলিয়াম এজেন্সির ম্যানেজার মাহফুজুর রহমান রিপন এই অভিযোগ এনেছেন।
তবে পুলিশ বলছে, রেলের তেল চুরি মামলায় পলাতক মালিক রবিউল ইসলামের টাকা আত্মসাত করতেই চুরির নাটক সাজানো হয়েছে। এ ঘটনায় পুলিশ মাহফুজুর রহমান রিপনসহ দুজনকে জিজ্ঞাসাবাদ করছে।
বাংলাদেশ ফার্টিলাইজার অ্যাসোসিয়েশন রাজশাহী জেলা শাখার সচিব হাবিবুর রহমান জানান, এই টাকাগুলো ছিলো মেসার্স সরদার পেট্রোলিয়াম এজেন্সির মালিক রবিউল ইসলামের ইউরিয়া সারের পে অর্ডারের টাকা। রেলের তেল চুরি মামলায় রবিউল ইসলাম পলাতক রয়েছেন। এই টাকা জমা দেওয়ার পরই তিনি সরকার থেকে ইউরিয়া সার নিতে পারবেন। এ ছাড়া ওই ব্যাগে টাকার পাশাপাশি ৬ লাখ ৭২ হাজার টাকার জনতা ব্যাংক মহিলা শাখার পে-অর্ডার ছিল। ব্যাগে ডিসি অফিস থেকে ডিলারদের দেওয়া ভর্তুকি বাবদ পাওয়া ৯৩ হাজার টাকার চেকও ছিল। নিয়মিতভাবে ম্যানেজার রিপন পে-অর্ডারের টাকাগুলো ব্যাংকে জমা দিয়ে আসতেন।
অগ্রণী ব্যাংকের সহকারী মহাব্যবস্থাপক আব্দুল মান্নান জানান, আমরা সিসিটিভির ফুটেজে দেখেছি, কাউন্টারের সামনে দুই হাত দূরে টাকার ব্যাগ রেখে গ্রাহক ভাউচার লিখছিলেন। এমন সময় তার পাশে এসে চারজন দাঁড়ায়। তাদের মধ্যে থেকে একজন নিচু হয়ে ব্যাগ নিয়ে যায়।
বোয়ালিয়া থানার ওসি নিবারণ চন্দ্র বর্মণ জানান, টাকার আসল মালিক রেলের তেল চুরির মামলায় পলাতক রয়েছেন। এ কারণে ম্যানেজার রিপন টাকা জমা দিতে এসেছিলেন। কিন্তু দুই হাত দূরে ১৭ লাখ টাকার ব্যাগ রেখে তিনি ভাউচার লিখছিলেন। এ সময় যিনি টাকা নিয়েছেন, তার সাথে রিপন কলম আদান প্রদানও করেছেন। পুলিশের কাছে মনে হয়েছে, পরিকল্পিতভাবে কয়েকজন মিলে টাকা আত্মসাত করতেই ম্যানেজার রিপন এই নাটক সাজিয়েছেন। না হলে দুই হাত দূরে টাকা ফেলে রাখবেন কেন? তিনি আরও বলেন, টাকা নেয়ার ফুটেজ পাওয়া গেছে। তবে মুখে মাস্ক পরে থাকার কারণে চেনা যাচ্ছে না। পুলিশ এ ঘটনায় ম্যানেজার রিপন ও তার সাথে থাকা আব্দুর রাজ্জাক ট্রেডার্সের ম্যানেজার শফিকুল ইসলাম অপুকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে।
© সমকাল ২০০৫ - ২০২৩
সম্পাদক : আলমগীর হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ
টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com