
লৌহজংয়ে ৪৬ গ্রাম প্লাবিত
প্রকাশ: ২০ জুলাই ২০ । ২২:৫৬
মুন্সীগঞ্জ প্রতিনিধি

বন্যা কবলিত এলাকার মানুষ নিরাপদ আশ্রয়ে ছুটছেন
পদ্মা নদীর পানি বিপদ সীমার ৭২ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। লৌহজং উপজেলায় অতিবৃষ্টি ও উজানের অতিরিক্ত পানি প্রবাহের কারণে পদ্মা নদীর স্রোত বৃদ্ধি পাওয়ায় উপজেলার ৯টি ইউনিয়নের ৪৬টি গ্রাম বন্যার পানিতে প্লাবিত হয়েছে।
সোমবার রাত ৯টার দিকে লৌহজং উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ কাবিরুল ইসলাম খান কনকসার এলাকা পরিদর্শন করেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মুঃ রাসেদুজ্জামান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাজেদা সরকার, উপ-সহকারী প্রকৌশলী মো. জয়েন আলী, উপজেলা সহকারী শিক্ষা অফিসার নজরুল ইসলাম ও কনকসার ইউপি চেয়ায়ম্যান মো. আবুল কালাম আজাদ।
© সমকাল ২০০৫ - ২০২৩
সম্পাদক : আলমগীর হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ
টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com