
দিনাজপুরে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু
প্রকাশ: ২৯ জুলাই ২০ । ২২:২৩
দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুরের ফুলবাড়ীতে গোসল করতে গিয়ে পুকুরের পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু হয়েছে।
বুধবার সন্ধ্যায় ফুলবাড়ী উপজলার ১ নম্বর এলুয়ারী ইউনিয়নের দামোদরপুর গ্রামে এ ঘটনা ঘটে।
পানিতে ডুবে মারা যাওয়া দুই শিশু হলো- দামোদরপুর গ্রামের মানিকের মেয়ে জান্নাতুন মাওয়া (৫) ও একই গ্রামের বদরুজ্জামানের মেয়ে সুমনা (৫)। তারা দুজনেই কাজাপুর একরামিয়া ফাজিল মাদ্রাসার শিক্ষার্থী ছিল।
১ নম্বর এলুয়ারী ইউনিয়নের চেয়ারম্যান মাওলানা নবিউল ইসলাম জানান, বিকেল থেকে শিশু দুটিকে বাড়ির লোকজন খুঁজে পাচ্ছিল না। তারা বিকেলে কোনো এক সময় বাড়ির অদূরে পুকুরে গোসল করতে যায়। এ সময় তারা গভীর পানিতে তলিয়ে যায়। পরে তাদের মরদেহ পুকুরে ভাসতে দেখে গ্রামের মানুষ উদ্ধার করে।
ফুলবাড়ী থানার ওসি ফখরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। এ ব্যাপারে থানায় একটি সাধারণ ডায়েরি করা হবে বলে জানান তিনি।
© সমকাল ২০০৫ - ২০২৩
সম্পাদক : মোজাম্মেল হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ
টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com