
করোনা উপসর্গ নিয়ে সাতক্ষীরা মেডিকেলে ২ জনের মৃত্যু
প্রকাশ: ০৪ আগস্ট ২০ । ১৪:১৮
সাতক্ষীরা প্রতিনিধি

করোনাভাইরাসের উপসর্গ নিয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে এক গৃহবধূসহ দুইজনের মৃত্যু হয়েছে।
সোমবার রাতে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশনে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান।
মৃত ব্যক্তিরা হলেন-সাতক্ষীরা সদর উপজেলার বাউলডাঙা গ্রামের সাজ্জাদ হোসেনের স্ত্রী সোনিয়া খাতুন (৪০) ও কালিগঞ্জ উপজেলার ওবায়দুরনগরের সুবাধ সরকার (৭৭)।
সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের তত্বাবধায়ক ডা. রফিকুল ইসলাম জানান, জ্বর, শ্বাসকষ্টসহ করোনার উপসর্গ নিয়ে সোমবার বিকেলে হাসপাতালের আইসোলেশনে ভর্তি হন গৃহবধূ সোনিয়া। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি সন্ধ্যায় মারা যান। মারা যাওয়ার পর তার নমুনা সংগ্রহ করা হয়েছে।
এদিকে, করোনার উপসর্গ নিয়ে সোমবার বেলা ১২টার দিকে মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশনে ভর্তি হন কালীগঞ্জের সুবোধ সরকার। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ৮টার দিকে তিনিও মারা যান। মারা যাওয়ার পর তার নমুনা সংগ্রহ করা হয়।
সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. জয়ন্ত সরকার বিষয়টি নিশ্চিত করে জানান, স্বাস্থ্যবিধি মেনে তাদের মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে। একইসঙ্গে লকডাউন করা হয়েছে তাদের বাড়ি।
এ নিয়ে সাতক্ষীরায় করেনার উপসর্গ নিয়ে মারা গেছেন অন্তত ৫২ জন। আর করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন আরো ২২ জন।
© সমকাল ২০০৫ - ২০২৩
সম্পাদক : আলমগীর হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ
টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com