স্ত্রীসহ করোনায় আক্রান্ত রসিক মেয়র মোস্তফা

প্রকাশ: ০৪ আগস্ট ২০ । ১৭:২৩

রংপুর অফিস

মেয়র মোস্তাফিজার রহমান ও তার স্ত্রী জেলি রহমান। সংগৃহীত ছবি

স্ত্রী জেলি রহমানসহ রংপুর সিটি কর্পোরেশনের (রসিক) মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা করোনায় আক্রান্ত হয়েছেন। গত ২ আগস্ট তারা দু’জন করোনা পজিটিভ শনাক্ত হন।

রংপুর সিটি কর্পোরেশনের জনস্বাস্থ্য বিভাগের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. কামরুজ্জামান তাজ বলেন, রংপুর সিটি কর্পোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান ও তার স্ত্রী জেলি রহমানের জ্বর, কাশিসহ করোনার উপসর্গ দেখা দেওয়ায় তাদের নমুনা নেওয়া হয় এবং কোয়ারেন্টাইনে থাকার পরার্মশ দেওয়া হয়। ২ আগস্ট নমুনা পরীক্ষার ফলাফলে তারা করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হন। বর্তমানে তিনি ও তার স্ত্রী বাসায় চিকিৎসা নিচ্ছেন এবং ভালো রয়েছেন।

ডা. কামরুজ্জামান আরও বলেন, রসিক মেয়র করোনার শুরু থেকে ত্রাণ সামগ্রী বিতরণ, করোনা রোগীদের বাড়িতে ফলমূল পাঠানো, নগরী উন্নয়ন কাজের তদারকিসহ জনগণের সঙ্গে মিশে কাজ করেছেন। জনগণের সংস্পর্শে আসায় তিনি ও তার স্ত্রী করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন। দ্রুত সুস্থ্যতার জন্য নগরবাসীর কাছে দোয়া চেয়েছেন রসিক মেয়র।

© সমকাল ২০০৫ - ২০২৩

সম্পাদক : আলমগীর হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ

টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com