
জিদানের মতো একটা গোল করতে চান হ্যাজার্ড
প্রকাশ: ০৪ আগস্ট ২০ । ১৭:২৭
অনলাইন ডেস্ক
ছবি: ফাইল
চ্যাম্পিয়নস লিগে ২০০২ সালের ফাইনালে বায়ান লেবারকুসেনের বিপক্ষে দুর্দান্ত এক ভলিতে গোল করেছিলেন রিয়াল মাদ্রিদের জিনেদিন জিদান। তার সেই ভলিতে পাওয়া গোলে নবম চ্যাম্পিয়নস লিগ শিরোপা ঘরে তুলেছিল লস ব্লাঙ্কোসরা। জিনেদিন জিদানের অধীনে এবার তেমনই এক গোল করতে চান এডেন হ্যাজার্ড।
উয়েফা ডটকমের সঙ্গে আলাপে বেলজিয়ামের তারকা ফুটবলার হ্যাজার্ডকে প্রশ্ন করা হয়, চ্যাম্পিয়নস লিগের ফাইনালে তিনি কেমন গোল করতে চান। জবাবে হ্যাজার্ড বলেন, ‘আমার জন্য এটা সহজ উত্তর। চ্যাম্পিয়নস লিগের ফাইনালে বায়ার লেবারকুসেনের বিপক্ষে জিনেদিন জিদানের মতো। বাম দিক থেকে ভলি, টপ কর্ণার দিয়ে গোল।’
করোনার কারণে ফুটবল বন্ধ না থাকলে এতোদিন চ্যাম্পিয়নস লিগ ফাইনাল শেষ হয়ে যেত। তবে দেরিতে হলেও ফুটবল শুরু হয়েছে বলে খুশি হ্যাজার্ড, ‘আমি মনে করি, বিশ্বের জন্য এখন ফুটবল দরকার। কারণ ফুটবল মানুষকে আনন্দ দিচ্ছে।’
হ্যাজাডের জন্য মৌসুমটা খুবই খারাপ গেছে। ইনজুরির কারণে রিয়ালে নিজেকে মেলে ধরতে পারেননি। যেখানে চেলসিতে তিনি বিশ গোলের সঙ্গে গোলে সহায়তাও দিতেন। তবে গোল করতে না পারলেও সতীর্থদের গোল করা দেখে খুশি হ্যাজার্ড।
তিনি বলেন, ‘দলের পক্ষে বল নেটে দেখার অনুভুতি সব সময়ই ভালো। আমি সবসময়ই গোল করা নিয়ে ভাবি না। কিছু ফুটবলার অবশ্য সবসময় গোল করা নিয়ে ভাবেন। আমি সবসময় নতুন কিছু করতে পছন্দ করি। আমি নিজেকে গোল মেশিন নয়, গোলে সহায়তাদাতা দাবি করতে পারি।’
নিজের মনে আসা চ্যাম্পিয়নস লিগের সেরা দুই গোল নিয়ে এডেন হ্যাজার্ড জানান, ২০১৮ সালে জুভেন্টাসের বিপক্ষে কোয়ার্টার ফাইনালে রোনালদোর করা গোল। যা দেখে টিভির সামনে তিনি বলেছেন, ওয়াও কী দারুণ গোল। এছাড়া ২০১৮ চ্যাম্পিয়নস লিগের ফাইনালে গ্যারেথ বেলের করা গোলটিও তার পছন্দ। আর নিজের পছন্দের গোল শালকের বিপক্ষে। যেটি চ্যাম্পিয়নস লিগে তার প্রথম গোল।
© সমকাল ২০০৫ - ২০২৩
সম্পাদক : আলমগীর হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ
টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com