গাড়ি ভাংচুর, অর্থ ও মালপত্র লুট

নোয়াখালীতে সাংবাদিকের ওপর হামলা

প্রকাশ: ০৪ আগস্ট ২০ । ১৮:৪৩

নোয়াখালী প্রতিনিধি

মানিক মিয়াজী

নোয়াখালীতে মানিক মিয়াজী  নামে এক সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলা হয়েছে। সোমবার রাত ১০টার দিকে সদর উপজেলার নলুয়া বাজার সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। আহত সাংবাদিক বাদী হয়ে চারজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত ৪-৫ জনের বিরুদ্ধে মঙ্গলবার বিকেলে সুধারাম মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত (বিকেল ৫টা) হামলার সঙ্গে জড়িত কাউকে পুলিশ আটক করতে পারেনি। 

ঢাকা ট্রিবিউনের সাবেক স্টাফ রিপোর্টার ও সিএনএন ইন্টারন্যাশনাল টেলিভিশনের স্টিংগার রিপোর্টার মানিক মিয়াজী তার লিখিত অভিযোগে উল্লেখ করেন, ঈদ উপলক্ষে তিনি সদর উপজেলার চর মটুয়া ইউনিয়নের ব্রক্ষ্মপুর গ্রামের বাড়িতে আসেন। সোমবার বিকেলে তিনি তার ব্যক্তিগত গাড়িতে (ঢাকা মেট্টো-গ-১৩-৫৫৫৬) মাইজদী শহরে আসেন। কাজ শেষে রাত ১০টার দিকে তিনি বাড়ির উদ্দেশে রওনা দেন। দাদপুর ইউনিয়নের নলুয়া বাজার থেকে দক্ষিণে পৌঁছালে কৃপালপুর গ্রামের বেলাল উদ্দিনের ছেলে সুজন (২৮) ও হুগলি গ্রামের আব্দুল মালেকের ছেলে হৃদয় হাসানের (২৫) নেতৃত্বে ৮-৯ জন যুবক কয়েকটি মোটরসাইকেলে এসে তার গাড়ির গতি রোধ করে তাকে টেনে হিছড়ে অস্ত্রের মুখে জিম্মি করে গাড়ি থেকে নামিয়ে মারধর করে। এসময় হামলাকারীরা গাড়ি ভাংচুর করে এবং তার কাছে থাকা ৫৫ হাজার টাকা, পরিচয়পত্র ও গুরুত্বপূর্ণ ডকুমেন্টস নিয়ে যায়। এ সময় কৌশলে তিনি স্থানীয় একটি বাড়িতে আশ্রয় নেন। সন্ত্রাসীরা চলে যাওয়ার পর তিনি নোয়াখালী জেনারেল হাসপাতালে এসে চিকিৎসা নেন। এ ঘটনায় মো. সুজনকে প্রধান আসামী করে ৪ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত ৪-৫ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন মানিক মিয়াজী। 

এ ব্যাপারে সুধারাম থানার পরিদর্শক (তদন্ত) টমাস বড়ূয়া বলেন, হামলার ঘটনায় মঙ্গলবার বিকেলে সাংবাদিক আব্দুল মালেক মানিক মিয়াজী বাদী হয়ে ৯ জনের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। পুলিশ তদন্ত করে আইনগত ব্যবস্থা নেবে।

© সমকাল ২০০৫ - ২০২৩

সম্পাদক : আলমগীর হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ

টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com