দেশে আক্রান্তের হার কমেছে, বেড়েছে সুস্থতা

প্রকাশ: ০৪ আগস্ট ২০ । ১৯:৩৩ | আপডেট: ০৪ আগস্ট ২০ । ১৯:৩৯

অনলাইন ডেস্ক

দেশে করোনাভাইরাস শনাক্তের ১৫০তম দিনে ২৪ ঘন্টায় এই ভাইরাসে আক্রান্তের হার কমেছে। সুস্থতার হার বেড়েছে। গত ২৪ ঘন্টায় ৭ হাজার ৭১২ জনের নমুনা পরীক্ষায় ১ হাজার ৯১৮ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

নমুনা পরীক্ষার বিবেচনায় গত ২৪ ঘন্টায় শনাক্তের হার ২৪ দশমিক ৮৭ শতাংশ। আগেরদিন ৪ হাজার ২৪৯ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছিলেন ১ হাজার ৩৫৬ জন। নমুনা পরীক্ষার বিবেচনায় এই হার ছিল ৩১ দশমিক ৯১ শতাংশ। সোমবারের চেয়ে মঙ্গলবার সুস্থতার হার ৭ দশমিক শূন্য ৪ শতাংশ।

মঙ্গলবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত অনলাইন হেলথ বুলেটিনে অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এসব তথ্য জানান। খবর বাসসের

অতিরিক্ত মহাপরিচালক জানান, দেশে এ পর্যন্ত মোট ১২ লাখ ১ হাজার ২৫৬ জনের নমুনা পরীক্ষায় ২ লাখ ৪৪ হাজার ২০ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। মোট পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ২০ দশমিক ৩১ শতাংশ।

তিনি জানান, করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘন্টায় হাসপাতাল এবং বাসায় মিলিয়ে সুস্থ হয়েছেন ১ হাজার ৯৫৫ জন। সোমবারের চেয়ে ৮৮৯ জন বেশি সুস্থ হয়েছেন। সোমবার সুস্থ হয়েছিলেন ১ হাজার ৬৬ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১ লাখ ৩৯ হাজার ৮৬০ জন।

অধ্যাপক নাসিমা সুলতানা জানান, মঙ্গলবার শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৫৭ দশমিক ৩১ শতাংশ। আগের দিন এই হার ছিল ৫৬ দশমিক ৯৬ শতাংশ। আগের দিনের চেয়ে মঙ্গলবার সুস্থতার হার শূন্য দশমিক ৩৫ শতাংশ বেশি।

তিনি জানান, গত ২৪ ঘন্টায় দেশে করোনা আক্রান্ত হয়ে ৫০ জন মৃত্যুবরণ করেছেন। সোমবারের চেয়ে মঙ্গলবার ২০ জন বেশি মৃত্যুবরণ করেছেন। সোমবার ৩০ জন মৃত্যুবরণ করেছিলেন। এখন পর্যন্ত দেশে এ ভাইরাসে মৃত্যুবরণ করেছেন ৩ হাজার ২৩৪ জন। করোনা শনাক্তের বিবেচনায় মঙ্গলবার মৃত্যুর হার ১ দশমিক ৩৩ শতাংশ। মঙ্গলবার মৃত্যুর হার ছিল ১ দশমিক ৩২ শতাংশ। সোমবারের চেয়ে মঙ্গলবার মৃত্যুর হার শূন্য দশমিক শূন্য ১ শতাংশ বেশি।

ডা. নাসিমা সুলতানা জানান, করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘন্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ৮ হাজার ১২৩ জনের। আগের দিন সংগ্রহ করা হয়েছিল ৪ হাজার ২৩৮ জনের। সোমবারের চেয়ে মঙ্গলবার ৩ হাজার ৮৮৫টি নমুনা বেশি সংগ্রহ করা হয়েছে। গত ২৪ ঘন্টায় দেশের ৮৩টি পরীক্ষাগারে নমুনা পরীক্ষা হয়েছে ৭ হাজার ৭১২ জনের। আগের দিন নমুনা পরীক্ষা হয়েছিল ৪ হাজার ২৪৯ জনের। গত ২৪ ঘন্টায় আগের দিনের চেয়ে ৩ হাজার ৪৬৩টি বেশি নমুনা পরীক্ষা হয়েছে।

তিনি জানান, ২৪ ঘণ্টায় মৃত্যুবরণকারীদের মধ্যে পুরুষ ৪৪ জন এবং নারী ৬ জন। তাদের মধ্যে ৪৫ জন হাসপাতালে এবং ৫ জন বাড়িতে মারা গেছেন। এখন পর্যন্ত মোট ২ হাজার ৫৪৯ জন পুরুষ এবং ৬৮৫ জন নারী মারা গেছেন।

© সমকাল ২০০৫ - ২০২৩

সম্পাদক : আলমগীর হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ

টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com