
মাগুরায় বাসের ধাক্কায় ব্যবসায়ী নিহত
প্রকাশ: ০৪ আগস্ট ২০ । ২২:৪৫
মাগুরা প্রতিনিধি
-samakal-5f2990950d7c6.jpg)
মাগুরা সদর উপজেলার বাটাজোড় এলাকায় বাসের ধাক্কায় জনপল সরকার (৩২) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
নিহত জনপল সরকার বাটাজোড় গ্রামের মৃত বিমল সরকারের ছেলে। তিনি পেশায় ফল ব্যবসায়ী।
সদর থানার ওসি জয়নাল আবেদীন জানান, সকালে নিহত জনপল মোটরসাইকেলযোগে বাড়ির দিকে যাচ্ছিলেন। বাটাজোড় প্রাইমারি স্কুলের কাছাকাছি আসলে মাগুরা থেকে ছেড়ে আসা নড়াইলগামী একটি যাত্রীবাহী বাস তার মোটরসাইকেলে ধাক্কা দেয়। এ সময় তিনি মাথায় আঘাত পেয়ে ঘটনাস্থলেই মারা যান। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে। চালক বাস নিয়ে পালিয়েছেন।
© সমকাল ২০০৫ - ২০২৩
সম্পাদক : আলমগীর হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ
টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com