থানায় বোমা বিস্ফোরণ: মিরপুরের ডিসি ও পল্লবীর ওসিসহ ৬ কর্মকর্তাকে বদলি

প্রকাশ: ০৯ আগস্ট ২০ । ০০:৪৬ | আপডেট: ০৯ আগস্ট ২০ । ০২:৩১

সমকাল প্রতিবেদক

রাজধানীর পল্লবী থানায় বোমা বিস্ফোরণের ঘটনা নিয়ে নানামুখী আলোচনার মধ্যে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিরপুর বিভাগের উপ-কমিশনার ও পল্লবী থানার ওসিসহ ছয় কর্মকর্তাকে বদলি করা হয়েছে। শনিবার ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক আদেশে তাদের বদলি করা হয়। একই সঙ্গে আরেক আদেশে ডিএমপির অপর ছয় কর্মকর্তাকে বদলিকৃতদের স্থানে দায়িত্ব দেওয়া হয়েছে। 

ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ শাখার উপ-কমিশনার ওয়ালিদ হোসেন সমকালকে জানান, এটি কোনো শাস্তিমূলক ব্যবস্থা নয়। কারণ ওই ঘটনার তদন্ত এখনও শেষ হয়নি। সাধারণ নিয়মেই তাদের বদলি করা হয়েছে। বদলিকৃত কর্মকর্তাদের অবিলম্বে নতুন কর্মস্থলে যোগ দিতে হবে।  

আদেশে বলা হয়ছে, ডিএমপির মিরপুর বিভাগের উপ-কমিশনার মোস্তাক আহমেদকে প্রোটেকশন, পল্লবী জোনের অতিরিক্ত উপ-কমিশনার মিজানুর রহমানকে অপারেশনস, সহকারী কমিশনার ফিরোজ কাউছারকে ডিএমপির ওয়েলফেয়ার অ্যান্ড ফোর্স, পল্লবী থানার ওসি নজরুল ইসলামকে প্রসিকিউশন, একই থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ আবদুল মাবুদকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) লালবাগ এবং পরিদর্শক (অপারেশন) মোহাম্মদ এমরানুল ইসলামকে ডিবির ওয়ারী বিভাগে বদলি করা হয়েছে।

এদিকে ডিএমপির প্রোটেকশন বিভাগের উপ-কমিশনার আ স ম মাহাতাব উদ্দিন, অপারেশনস বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার আরিফুল ইসলাম ও ওয়েলফেয়ার অ্যান্ড ফোর্স বিভাগের সহকারী কমিশনার শাহ কামালকে মিরপুর বিভাগে বদলি করা হয়েছে। একই সঙ্গে সূত্রাপুর থানার ওসি কাজী ওয়াজেদ আলীকে পল্লবী থানার ওসি, লাইনওআরের পরিদর্শক আবু সাইদ আল মামুনকে একই থানার পরিদর্শক (তদন্ত) ও কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম বিভাগের (সিটিটিসি) পরিদর্শক ইয়ামিন কবিরকে ওই থানার পরিদর্শক (অপারেশন) হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। রোববারের মধ্যেই তাদের কর্মস্থলে যোগ দিতে বলা হয়েছে।

এর আগে গত ২৯ জুলাই সকালে পল্লবী থানার ভেতর বোমা বিস্ফোরণে পুলিশের চার সদস্যসহ পাঁচজন আহত হন। তারা হলেন- পল্লবী থানার পরিদর্শক (অপারেশন) এমরানুল ইসলাম, এসআই সজীব খান, এসআই রুমি বেভরেজ হায়দায়, শিক্ষানবিশ এএসআই অঙ্কুশ কুমার ও থানায় কাজ করা বেসামরিক ব্যক্তি রিয়াজুল ইসলাম। 

তখন পুলিশ জানায়, আগের রাতে পল্লবীর কালশী কবরস্থানে অভিযান চালিয়ে তিন অপরাধীকে গ্রেপ্তার করে পুলিশ। তাদের কাছ থেকে দু'টি আগ্নেয়াস্ত্র, চারটি গুলি ও একটি ডিজিটাল ওয়েট মেশিনের মতো ডিভাইস উদ্ধার করা হয়। সেগুলো থানায় রাখার পর সকালে ডিজিটাল ওজন মেশিনটি বিস্ফোরিত হয়। এতে পাঁচজন আহত হন। এর মধ্যে একজনের কব্জি কেটে ফেলতে হয়। পরে পুলিশের ঊর্ধ্বতনরা ঘটনাস্থল পরিদর্শন করে জানান, ওয়েট মেশিনের ভেতর বোমা রাখা ছিল।

এ ঘটনার পর পুলিশের একজন যুগ্ম কমিশনারকে প্রধান করে তদন্ত কমিটি গঠন করা হয়। দায়িত্বশীল একটি সূত্র জানায়, পুলিশের মিরপুর বিভাগ ও পল্লবী থানায় কর্মরত কয়েক কর্মকর্তা আগে থেকেই বোমার বিষয়টি অবগত ছিলেন। বিস্ফোরণ ও গ্রেপ্তারের ঘটনার বড় অংশই ছিল সাজানো। অসাধু কর্মকর্তাদের একটি সিন্ডিকেট অর্থ হাতিয়ে নেওয়ার উদ্দেশ্যে এমনটা করেছিলেন। এরই মধ্যে এমন কিছু বিষয়ে স্পষ্ট আভাস পাওয়ায় তাদের বদলি করা হয় বলে ধারণা করা হচ্ছে। তাদের সঙ্গে স্থানীয় রাজনৈতিক নেতাকর্মীদের একটি চক্রের সংশ্লিষ্টতার বিষয়টিও গভীরভাবে খতিয়ে দেখা হচ্ছে। 

© সমকাল ২০০৫ - ২০২৩

সম্পাদক : মোজাম্মেল হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ

টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com