হংকংয়ের মিডিয়া মুঘল জিমি লাই জামিনে মুক্ত

প্রকাশ: ১২ আগস্ট ২০ । ১২:৪৪

অনলাইন ডেস্ক

জামিনের পর সমর্থকদের উদ্দেশ্যে হাত নাড়ছেন জিমি লাই-আল জাজিরা

হংকংয়ের মিডিয়া মুঘল জিমি লাই জামিনে মুক্তি পেয়েছেন। বুধবার সকালে তাকে জামিনে মুক্তি দেয় চীনা কর্তৃপক্ষ।

বিদেশি শক্তির সঙ্গে আঁতাতের অভিযোগে চীনের আরোপ করা বিতর্কিত জাতীয় নিরাপত্তা আইনে সোমবার তাকে গ্রেপ্তার করা হয়। খবর আল জাজিরার

মুক্তির পর জিমি লাইকে অভিবাদন জানায় সমর্থকরা। এ সময় তারা তাকে শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়ে স্লোগান দিতে থাকে। 

হংকংয়ে সবচেয়ে বড় গণতন্ত্রপন্থী আন্দোলনের সময় এতে সমর্থন জানিয়েছিলেন ৭১ বছর বয়সী জিমি লাই। এ বছরের ফেব্রুয়ারিতেও তাকে অবৈধ আঁতাতের অভিযোগে গ্রেপ্তার করা হয়। পরে জামিনে মুক্তি পান তিনি।

জিমি লাইয়ের সঙ্গে তার দুই ছেলেসহ মোট ১০ জনকে গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার রাতে তার দুই ছেলেসহ তিনজন জামিন পেয়েছেন।

জিমি লাইয়ের প্রতিষ্ঠিত হংকংয়ের বহুল প্রচারিত পত্রিকা অ্যাপল ডেইলি হংকং ও চীনা প্রশাসনের নানা বিষয়ে খবর প্রচার করে বিরাগভাজনে পরিণত হয়েছে।

চীনের নতুন জাতীয় নিরাপত্তা আইনে বিচ্ছিন্নতাবাদ, কেন্দ্রীয় সরকারের পতন, সন্ত্রাসবাদ ও জাতীয় নিরাপত্তা বিপন্ন করতে বিদেশি বাহিনীর সঙ্গে আঁতাতমূলক যেকোনো কাজ শাস্তিমূলক অপরাধ হিসেবে গণ্য হবে। এ ধরনের অপরাধে সর্বোচ্চ শাস্তি যাবজ্জীবন কারাদণ্ডের বিধান রাখা হয়েছে।

© সমকাল ২০০৫ - ২০২৩

সম্পাদক : মোজাম্মেল হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ

টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com