ডিজিটাল নিরাপত্তা আইনে জাতির কণ্ঠ রোধ করা হচ্ছে: মির্জা ফখরুল

প্রকাশ: ১৪ আগস্ট ২০ । ২০:২৬

সমকাল প্রতিবেদক

মির্জা ফখরুল ইসলাম আলমগীর -ফাইল ছবি

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ক্ষমতায় টিকে থাকতে ও জনগণের কণ্ঠরোধ করতে সরকার ডিজিটাল নিরাপত্তা আইনকে হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। সংবিধানবিরোধী এই আইনের মামলার ভয়ে আজ জাতির কণ্ঠ রুদ্ধ হয়ে পড়েছে। অবিলম্বে এ আইন বাতিল করে জনগণের চিন্তা-ভাবনা ও বাক্‌স্বাধীনতার প্রকাশকে নিশ্চিত করতে হবে।
শুক্রবার সকালে উত্তরার বাসা থেকে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব বলেন, সরকারি দলের লুটেরাদের বিরুদ্ধে কথা বললে, বিরুদ্ধ রাজনৈতিক মতপ্রকাশ করলে, সরকারের সমালোচনা করলে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করা হচ্ছে। যারা রাষ্ট্র পরিচালনা করছেন তাদের কোনো দুর্নীতি ও বিবেকবর্জিত কীর্তিকলাপের কথা সোশ্যাল মিডিয়া অথবা প্রিন্টিং মিডিয়ায় প্রকাশ করা হলে সেই সাংবাদিক বা ব্যক্তির বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হচ্ছে।
বিএনপি মহাসচিব বলেন, এই আইন দেশে চলমান মানবাধিকার লঙ্ঘন ও মতপ্রকাশের স্বাধীনতা হরণ প্রক্রিয়ারই একটা অংশ। এই অবস্থা থেকে উত্তরণে, গণতন্ত্র ফিরিয়ে আনতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বানও জানান তিনি।
এক প্রশ্নের জবাবে বিএনপি মহাসচিব বলেন, যেসব আইন মানুষের অধিকারকে, মানুষের স্বাধীনতার চেতনা, বাক্‌স্বাধীনতা ও চিন্তার স্বাধীনতাকে খর্ব করে রাষ্ট্র পরিচালনায় এলে বিএনপি সেগুলোকে অবশ্যই বাতিল করবে।
ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলে সরকারকে কোনো চিঠি দেওয়া হবে কি না বা কোনো কর্মসূচি নেওয়া হবে কি না-এমন প্রশ্ন করা হলে বিএনপি মহাসচিব বলেন, গত পাঁচ মাস ধরে কভিড-১৯-এর কারণে বিএনপি কোনো লোকসমাগমের রাজনীতি করছে না। অবশ্য সরকারকে চিঠি দেওয়া বা অবগত করানোর চেষ্টা এর আগেও করেছি, এখনও করব।
ডিজিটাল নিরাপত্তা আইনে মামলার পরিসংখ্যান তুলে ধরে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ২০২০ সালের ২২ জুন পর্যন্ত এ আইনে মোট মামলা হয়েছে ১০৮টি। এসব মামলায় মোট আসামি ২০৪ জন। তাদের মধ্যে সাংবাদিক ৪৪ জন। অন্যান্য পেশায় কর্মরত ও সাধারণ মানুষ ১৬০ জন। এ হিসেবে প্রায় ২৫ শতাংশ আসামিই সাংবাদিক। ২০১৩ সাল থেকে এ পর্যন্ত ৫৫০টির মতো মামলা নিষ্পত্তি হয়েছে। বিচারাধীন মামলা আছে মোট এক হাজার ৯৫৫টি। এর মধ্যে থানায় করা হয়েছে এক হাজার ৬৬৮টি এবং আদালতে ২৮৭টি। ৫৫টি মামলা হাইকোর্টের নির্দেশে স্থগিত আছে।

© সমকাল ২০০৫ - ২০২৩

সম্পাদক : আলমগীর হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ

টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com