
কোটচাঁদপুরে পানিতে ডুবে ২ মাদরাসা ছাত্রের মৃত্যু
প্রকাশ: ১৪ আগস্ট ২০ । ২০:২৯
ঝিনাইদহ প্রতিনিধি

প্রতীকী ছবি
ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলায় পানিতে ডুবে জাকারিয়া হোসেন (১০) ও মিশন হোসেন (১০) নামের দুই মাদরাসা শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে পুলিশ উপজেলার বহিরগাছি রাজাপুর গ্রামের একটি পুকুর থেকে তাদের মরদেহ উদ্ধার করে।
জাকারিয়া কোটচাদপুর উপজেলার বলুহর গ্রামের ঢালীপাড়ার বাহার আলীর ছেলে এবং মিশন কালীগঞ্জ উপজেলার ষাটবাড়িয়া গ্রামের ফুরকান আলীর ছেলে। নিহত দু’জনই রাজাপুর হাফিজিয়া মাদরাসার ছাত্র ছিল।
কোটচাদপুর থানার ওসি মাহবুব আলম জানান, বৃহস্পতিবার বিকেলে অন্য শিক্ষার্থীদের সাথে জাকারিয়া ও মিশন গোসল করতে যায়। গোসল শেষে মাদরাসায় ফিরে আসলেও জাকারিয়া ও মিশন তাদের জুতা ফেলে রেখে আসে। পরে জুতা আনতে গিয়ে নিখোঁজ হয় তারা। সন্ধ্যার পরে ফিরে না আসায় অনেক খোঁজাখুঁজি করেও পাওয়া যায়নি তাদের।
ওসি বলেন, শুক্রবার সকালে মাদরাসার পাশের ওই পুকুরে তাদের মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাদের মরদেহ উদ্ধার করে।
© সমকাল ২০০৫ - ২০২৩
সম্পাদক : আলমগীর হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ
টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com