
'বঙ্গবন্ধু অসাম্প্রদায়িকতার বাতিঘর'
প্রকাশ: ১৪ আগস্ট ২০ । ২০:৪৭
অনলাইন ডেস্ক

ইসলামী গণতান্ত্রিক পার্টির চেয়ারম্যান এম আউয়াল বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অসাম্প্রদায়িক বাতিঘর। ধর্ম-বর্ণ-নির্বিশেষে তিনি যে সংগ্রামী ভূমিকা রেখেছেন, তাতেই এসেছে বাংলাদেশের স্বাধীনতা।
শুক্রবার রাজধানীর নয়াপল্টনের একটি মিলনায়তনে জাতীয় শোক দিবস উপলক্ষে ইসলামী গণতান্ত্রিক পার্টির আলোচনা সভা ও দোয়া মাহফিলে সভাপতির বক্তব্যে এসব কথা বলেছেন সাবেক এমপি এম এ আউয়াল। তিনি বলেন, বঙ্গবন্ধু বাংলাদেশে ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করেছিলেন। তার আদর্শের পথ ধরে জননেত্রী শেখ হাসিনার হাত ধরে বাংলাদেশ সেই পথে এগিয়ে চলেছে।
আলোচনা সভা শেষে বঙ্গবন্ধু এবং ১৫ আগস্টের শহীদদের রুহের মাগফেরাত কামনায় মোনাজাত করেন ইসলামী গণতান্ত্রিক পার্টির মহাসচিব অ্যাডভোকেট নুরুল ইসলাম খান। উপস্থিত ছিলেন দলের কেন্দ্রীয় নেতা উমর ফারুক, মামুন পারভেজ প্রমুখ। সংবাদ বিজ্ঞপ্তি
© সমকাল ২০০৫ - ২০২৩
সম্পাদক : আলমগীর হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ
টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com