
খুলনায় সমিতি থেকে ঋণের টাকা আনতে গিয়ে নারী নিখোঁজ
প্রকাশ: ১৮ আগস্ট ২০ । ১৯:৫৯ | আপডেট: ১৮ আগস্ট ২০ । ২০:০১
খুলনা ব্যুরো

নিখোঁজ হাসিনা বেগম- সংগৃহীত ছবি
খুলনায় ব্র্যাক সমিতি থেকে ঋণের ৫০ হাজার টাকা আনতে গিয়ে হাসিনা বেগম (৫০) নামে এক নারী নিখোঁজ হয়েছেন। সোমবার দুপুর একটার দিকে নগরীর খালাসী মাদ্রাসার সামনে থেকে তিনি নিখোঁজ হন।
হাসিনা বেগম নগরীর হাসানবাগ এলাকার হানিফ হাওলাদারের স্ত্রী। এ ঘটনায় থানায় একটি জিডি করা হয়েছে।
নিখোঁজ নারীর ছেলে মেহেদী হাসান জানান, তার মা হাসিনা বেগম সোমবার দুপুরে খালাসী মাদ্রাসার সামনে ব্র্যাক অফিস থেকে ঋণের ৫০ হাজার টাকা তুলতে যান। এরপর আর বাসায় ফেরেননি। অনেক খোঁজার পরও পাওয়া যায়নি। তার মুখে ঘাঁয়ের দাগ রয়েছে। পরনে ছিল ছাপা শাড়ি।
মেহেদী জানান, পরে ব্র্যাক অফিসের সিসি ক্যামেরায় দেখা গেছে, টাকা তুলে তিনি রিকশায় উঠে চলে যান। তার পিছনে একটি মোটরসাইকেল অনুসরণ করতে দেখা যায়।
এ বিষয়ে থানায় করা জিডি তদন্তের দায়িত্ব পাওয়া সোনাডাঙ্গা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আনছার আলী জানান, নিখোঁজ নারীর তথ্য ও ছবি সব থানায় পাঠানো হয়েছে। এ বিষয়ে তদন্ত চলছে।
© সমকাল ২০০৫ - ২০২৩
সম্পাদক : মোজাম্মেল হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ
টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com